Posts

Showing posts from August, 2023

রাখী বন্ধন উপলক্ষে ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনের পক্ষ থেকে এক বিশেষ প্রয়াস

Image
রাখির (Rakhi) সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব (Rakhi Bandhan Utsav 2023)। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায়। ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। আর বাঙালির এই রাখি বন্ধনের প্রসঙ্গে উঠে আসবেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কারণ, বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা, সেই অশান্ত মূহুর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে। তৎকালীন সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারন করে। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে একতা হওয়ার আহ্বান করেছিলেন।ধর্ম-বর্ণ নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়। ঠিক হয়, ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সূতো বাঁধবেন। এই দিনকে মিলন দিবস হিসেবে পালন করা হয়। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন।...

উরুশ উৎসবে কাইনার ওয়ার্শী ওয়েলফেয়ার ট্রাস্টে উদ্যোগে হেলথ চেকাপ ক্যাম্প

Image
প্রতিবছরে মতো এবছরও ধুমধাম করে পালিত হল হুগলী শংকর পুরো ওয়ারিশ নগরে উরুশ উৎসব। মঙ্গলবারে এই উৎসব ছিল চোখে পড়ার মতো। এই উৎসব একে ওপরে ভালোবাসা ও আনন্দে উৎসব। বিকাল থেকে চলে জলসা লোকজনের আনাগোনা। তবে এই উৎসবে মধ্যে দিয়ে প্রত্যেকবারে মানুষের জন্য হেলথ চেকাপ ক্যাম্প করতে দেখা যায় ডক্টর এম, এ শাহকে।এই দিন কাইনার ওয়ারসি ওয়েলফেয়ার ট্রাস্ট এ কর্ণধার ডক্টর এম, এ শাহ উদ্যোগে একটি হেলথ চেকাপ ক্যাম্প আয়োজিত হয়। যেখানে আগত আশা যাত্রীদের কোনো রকম অসুবিধা হলে এই ক্যাম্প থেকে সাহায্য নিতে পারে। তবে এই ক্যাম্পে সহযোগিতায় রয়েছেন মিনু মোড় শাড়ি কোম্পানি। এম, এ শাহের এই ক্যাম্প বিভিন্ন জায়গায় আয়োজন করতে দেখা যায় মানুষের জন্য। তিনি বলেন মানুষের জন্য এই ধরনের কাজ করতে খুবই ভালোই লাগে। তবে অনুষ্ঠানে মধ্যে দিয়ে সম্প্রীতি ও ভালোবাসা বার্তা দেন তাসকিন সাব ওয়ার্ষি বাবা।

শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে ভোগ বিতরণ

Image
নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে শিবের আপরাধনা করা হয়ে থাকে। শাস্ত্র মতে শ্রাবণ মাসে নিয়ম মেনে শিবের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে। শিবলিঙ্গের পুজোয় জলাভিষেক, দুগ্ধাভিষেক, বেলপাতা, ধুতরো ইত্যাদি নিবেদন করা শুভ।রবিবার শ্রাবন মাস উপলক্ষে শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে বাবা শিবের পুজো উপলক্ষে ভোগ বিতরণ করা হয়। কলকাতা ক্যাশিপুর গঙ্গাধরে সন্নিকটে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিন সংস্থার উদ্যোগে বহু মানুষকে সুস্বাদু ভোগ বিতরণ করা হয়। ভোগে ছিল লুচি, আলুদম, পায়েস, তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শ্রী কিষান যাইসওয়াল,সেগেটারি রাবি সিংহ, প্রেসিডেন্ট রাহুল যাদব, ভাইস সেক্রেটারি প্রকাশ রুট, ফাউন্ডার মনোজ সিংহ, অ্যাসিস্ট্যান্ট সেগেটারি সন্তোষ যাদ...

ডেমোক্রেসি হকার্স ইউনিয়নের তরফে ডেঙ্গু ও ম্যালেরিয়া অভিযান

Image
২০২৩-২৪ অর্থবর্ষে কী ভাবে ডেঙ্গির মোকাবিলা করা হবে, তার রূপরেখা তৈরির জন্য বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের ১৬টি দফতরের সচিব, যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সে সব জেলার জেলাশাসক। ডেঙ্গি মোকাবিলা এবং রোগীদের চিকিৎসার জন্য ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বৈঠকে ডেঙ্গি মোকাবিলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম এবং শহরে দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করার জন্য মোতায়েন করা হবে এক লক্ষ ৩২ হাজার জন। গ্রামগুলিতে পঞ্চায়েত পিছু ১৫ সদস্যের একটি দল মোতায়েন করা হবে। সেই দলের সদস্যেরা দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করবেন। জীবাণু নিয়ন্ত্রণের কাজও করবেন। শহরতলির ক্ষেত্রে এই কাজের জন্য অতিরিক্ত লোক মোতায়েন করা হবে। রাজ্যের ৬০টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এমনটাই সূত্রের খবর। মঙ্গলবার ডেমোক্রেসি হকার্স ইউনিয়নে তরফে কলেজ স্ট্রিট মার্কেট সন্নিকটে ডেঙ্গু এবং ম্যালিয়া অভিযান চালানো হয়। শুধু তাই নয় এর পাশ...

রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে বড় বাজার ডিস্টিক কংগ্রেসে মাইনোরিটি উদ্যোগে একটি পথসভা আয়োজিত হয়

Image
পাখির চোখ লোকসভা ভোট।২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে মরিয়া প্রধান বিরোধী দল কংগ্রেস। বেশ কিছু জায়গায় কংগ্রেসের বেনিফিটের সম্ভাবনা। বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করেছে সব দল। রবিবার রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে মদন মোহন বর্মন স্ট্রিটে বড় বাজার ডিস্টিক কংগ্রেস মাইনোরিটি উদ্যোগে একটি স্বরণ সভা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিল কংগ্রেসে বহু নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন জাহেদ আনোয়ার, ইন্তেকাফ, রুখসানা বেগম, মহম্মদ আলমগীর, বড় বাজার কংগ্রেস মাইনোরিটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ স্যামসাদ। তবে এই মঞ্চ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিরুদ্ধে তোপ দিয়ে বড় বাজার কংগ্রেস মাইনোরটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ সামসাদ বলেন রাজ্য এবং কেন্দ্র সরকার দেশের উন্নতি জন্য ব্যর্থ। রাজ্যে বসে আছে চোর, আর কেন্দ্র এ বসে আছে চা বিক্রেতা। কোনো দিন দেশ কে বিক্রি করে দেবে মোদী। তাই দেশের উন্নতি জন্য আরও একবার কংগ্রেসে নেতৃত্ব রাহুল গান্ধী প্রয়োজন।

বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ।তাই রক্তে চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। রবিবার বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বালিগঞ্জ বিজন সেতু সন্নিকটে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দুই দিন ধরে এই অনুষ্ঠান। প্রথম দিনে ছিল আঁকা প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ডে কাউন্সিলার সুদের্শনা মুখ্যার্জি, পীযুষ দে, সমাজসেবী সাহেব দাস সহ বহু বিশিষ্ট জনেরা। প্রায় সময় এই ক্লাবের উদ্যোগে মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা। ক্লাবের প্রত্যেকে সদস্যদের অনুপ্রেরণায় তারা নানা ধরনের সামাজিক মূলক কাজ করে থাকে তারা।৩৮ত্তম বর্ষ পূর্তি পদার্পন করলো তাঁদের এই রক্তদান শিবির। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় অংশগ্রহণ করতে দেখা যায় সন্দীপ বস কে।

যুবক সংঘ ক্লাবের পরিচালনায় শ্রাবন মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

Image
নিজস্ব প্রতিনিধি: (গীতা মন্ডল) শ্রাবন মাস শিবের মাস তাই এই মাস কে ঘিরে শিবের আরাধনা চলে তোড়জোড় করে। শনিবার ২নং ওয়ার্ডে শ্রাবন মাস উপলক্ষে এলাকার সমস্ত মানুষকে ভোগ বিতরণে আয়োজন করলে ২নং ওয়ার্ডে কাউন্সিলার অভিজিৎ কান্ডু। শুধু তাই নয় পাশাপাশি বিশিষ্ট মানুষজনদের দেওয়া হয় সংবর্ধনা। এই দিন বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি, আলুদম, চাটনি, পাঁপড়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। কখনও রক্তদান শিবির, আবার কখনও বা বস্ত্র বিতরণ এছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করেন কাজের মানুষ কাছের মানুষ অভিজিৎ কান্ডু কে। তবে অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত, কাউন্সিলার মিটুন টিকাদার, কাউন্সিলার স্নিগ্ধা মাইতি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। যুবক সংঘ ক্লাবের পরিচালনায় এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকেন এলাকার জনপ্রিয় কাউন্সিলার অভিজিৎ কান্ডু।

CMRI celebrates the milestone of 500 successful Robotic Joint Replacement surgeries

Image
Kolkata, 17th August 2023: The Calcutta Medical Research Institute (CMRI), celebrated the successful milestone of the completion of 500 successful Robotic Joint Replacement Surgeries through a patient￾engagement event in the city today. Advocating the role of technology in bone health to ensure freedom from pain for patients, the team of doctors led by Dr. Rakesh Rajput, Director & HOD, Department of Orthopaedics highlighted how the technologically advanced robotic Joint Replacement surgery has enabled them to give a new life to numerous patients within a year and a half. The event was graced by patients who have successfully undergone robotic joint replacement surgeries at CMRI and are now living a life without limitations. The cultural programme opened with a dance performance by a patient, followed with a ramp walk by various patients who depicted how this surgery has changed their life and enabled them to do something that there were restricted by before. The event mo...

মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসে পরিচালনায় আয়োজিত হল মহিলাদের হাঁটা প্রতিযোগিতা

Image
বুধবার ছিল খেলা দিবস। তাই রাজ্য বিভিন্ন জায়গায় এই দিন টি কে উপলক্ষ করেই নানা ধরনের ক্রীয়া অনুষ্ঠান আয়োজিত হয়। ঠিক তেমনি ২০নং ওয়ার্ডে আঁকড়া হাইস্কুল মাঠে খেলা দিবস উপলক্ষে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা আয়োজিত হয়। যেখানে বহু মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসে পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি আয়জন করা হয়। তবে এই অনুষ্ঠানে মধ্যে ফতেমা খাতুন নামে এক ছাত্রীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অল ইন্ডিয়া নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করায় এই ছাত্রী কে কুড়ি হাজার টাকা চেক তুলে দেওয়া হয় তার হাতে। খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিজয়ীদের বিশেষ পুরুস্কার দেওয়া হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার আতিবর রমমান,কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী, তাপস চক্রবর্তী, অভিজিৎ,সহ আরও অনেক বিশিষ্ট জনেরা।

নার্জেশ সিং এ উদ্যোগে ভোগ বিতরণ

Image
বুধবার বড় বাজার বটতলা স্ট্রিটে বিশ্ব শান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করে বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। প্রতি অম্বসায় তিনি পথ চারী মানুষদের ভোগ বিতরণ করে থাকেন তিনি। ভোগে ছিল খিচুড়ি পায়েস। সুস্বাদু এই ভোগ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মানুষকে খেতে দেখা যায় এই দিন। সমাজসেবী নার্জেস সিং এই দিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাই কে ভোগ বিতরণ করে। তার এই কাজকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তবে শুধু ভোগ বিতরণ নয় মানুষের জন্য বিভিন্ন সময় সামাজিক মূলক কাজ করে থাকে তিনি। গরমে সময় কখনও জল বিতরণ আবার কখনও রক্তদান শিবির করতে দেখা যায় তাকে। তিনি বলেন মানুষের জন্য এই ধরনের কাজ করতে আমার খুব ভালোই লাগে। আগামী দিন আরও ভালো ভালো কাজ করতে চাই।

১৫ আগস্ট কসবা জাগো বন্ধু পরিচালনায় আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান

Image
ভারতে প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। এটি ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন কারণ ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের উদ্দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক গান বাজিয়ে সারা জাতির মানুষ তাদের আনন্দ প্রকাশ করে। বৃটিশরা একশ বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছে। 15 আগস্ট 1947 সালে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহর লাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর 15 আগস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা ওড়ানোর এই এখনও বক্তৃতার পাশাপাশি চর্চা করা হয়।২০২৩ মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। দিন টি উপলক্ষ করেই বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের সেলিব্রেশন। ঠিক তেমনি ২২/এ বৈকুন্ড ঘোষ রোড এ সন্নিকটে কসবা জাগো বন্ধু পরিচালনায় আয়োজিত হয়ে ছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্দি মানুষদের নিয়ে এই অনুষ্ঠান টি হয়। তাঁদের কে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণ, নিতাই, গায়েত্রী বসু,...

১৫ আগস্ট অল বেঙ্গল রিকশা ইউনিয়নে উদ্যোগে দুঃস্থ মানুষদের খাবার বিতরণ

Image
ভারতে প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। এটি ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন কারণ ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের উদ্দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক গান বাজিয়ে সারা জাতির মানুষ তাদের আনন্দ প্রকাশ করে। বৃটিশরা একশ বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছে। 15 আগস্ট 1947 সালে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহর লাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর 15 আগস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা ওড়ানোর এই এখনও বক্তৃতার পাশাপাশি চর্চা করা হয়।২০২৩ মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। দিন টি উপলক্ষ করেই বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের সেলিব্রেশন। ঠিক তেমনি 51 চিত্ররজন এভিনিউ কাছে অল বেঙ্গল রিকশা ইউনিয়ন পরিচালনায় আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে পথচারী সমস্ত মানুষকে রেশন বিতরণ করা হয়। পাশাপাশি সবাইকে ওই দিন খাবার খাওয়ানোও হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তা আলী, কামরান হোসেন, জনাব নাদিমুল হক, জনাব প...

লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান

Image
15 আগস্ট 1947 সালে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহর লাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর 15 আগস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা ওড়ানোর এই প্রথা এখনও বক্তৃতার পাশাপাশি চর্চা করা হয়। পুরো অধিবেশনটি ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গীত দিয়ে শুরু করে দূরদর্শনে সম্প্রচার করা হয়। এই সময়কাল সাধারণত কুচকাওয়াজ, মার্চ পাস্ট এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। ২০২৩ মঙ্গলবার গোটা দেশজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। সারাদিন ধরে চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। ঠিক তেমনি বড় বাজার বট তোলা স্ট্রিট এ আয়োজিত হল লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনে পরিচালনায় এক বিশেষ অনুষ্ঠান। যেখানে ছিল রক্তদান শিবির থেকে ছোট ছোট বাচ্ছাদের স্কুল ব্যাগ, খাবার বিতরণ এছাড়াও ছিল সারাদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান। উদ্যোগক্তা কমল সুনকরে উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সমাজ সেবী কমল সুনকর বিভিন্ন সময় সমাজে মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় তাকে। গরমে সময় কখন পথচারী মানুষের জন্য জল, খাবার বিতরণ করতে দেখা যায় তাকে। ...

Introducing "Beyond Crayons": A New Play School Redefining Early Childhood Education

Image
We are thrilled to announce the grand opening of "Beyond Crayons," a state-ofthe-art play school dedicated to providing a holistic and innovative approach to early childhood education. The school is set to welcome its first eager learners on August 12, 2023, in a safe and nurturing environment that fosters creativity, curiosity, and a love for learning. "Beyond Crayons" is not just a play school; it's a place where children embark on a journey of exploration and discovery. With a focus on creating a solid foundation for lifelong learning, the school's curriculum is designed to engage young minds through hands-on experiences, interactive activities, and meaningful play. Our educators are not just teachers but facilitators who inspire children to think critically, communicate effectively, and develop a strong sense of self. Innovative Curriculum: Our research-based curriculum combines the best practices in early childhood education with the latest advanceme...

প্রেসিডেন্ট অশোক ওঝা ও বিধায়ক গুপ্তা অবস্থান বিক্ষোভ ৪২নং ওয়ার্ডে

Image
:কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল তৃণমূলের ধরনা কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যকে 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে দুপুর 12টা থেকে অবস্থানে বসে ছিল শাসক শিবির ৷ প্রতিবাদ চলে বিকেল 4টা পর্যন্ত ৷রবিবার ৪২নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে এম জি মেট্রো চিৎপুর কোসিং এ সন্নিকটে বিক্ষোভ অবস্থানে বসেন ওয়ার্ডের নেতা নেত্রীরা। ওয়ার্ডে প্রেসিডেন্ট অশোক ওঝা, বিধায়ক বিবেক গুপ্তা, এই দিন এই মঞ্চে দেখা যায়। শুধু তাই নয় উপস্থিত ছিলেন ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ প্রেসিডেন্ট দীপক নিগালিয়া, তৃণমূল কর্মী নব্বান কুমার মন্ডল, আদিল শেখ, গুডু ভাই, অনিলা খান, অজয় কুমার বোথরা, শ্রী ধর প্যান্ডে সহ্য আরও অনেকে। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীদের এই কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেছিলেন,"বিজেপি নেতারা বারবার কেন্দ্রীয় সরকারকে রাজ্যের প্রাপ্য দিতে বারণ করেছেন। তাই কেন্দ্র গ...

মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসে তরফে আঁকড়া হাই স্কুল মোড়ে প্রতিবাদ গন্য অবস্থান

Image
বুধবার মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেস তরফে আঁকড়া হাইস্কুলে মোড়ে, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে একটি বিক্ষোভ জনসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী, তাপস চক্রবর্তী সহ্য এলাকার বহু সাধারণ মহিলারা। সকাল থেকে রাত পর্যন্ত এই প্রতিবাদ সভা চলে। বেচুরাম মোদী সরকার জবাব দাও। আর কত নগ্ন নারী দেখলে প্রধানমন্ত্রী মুখ খুলবেন। বাংলার হকের টাকা দেওয়া হচ্ছে না কেন জবাব দাও। এছাড়াও বিভিন্ন অভিযোগ জানিয়ে এই দিনের এই প্রতিবাদ সভা জোরদার হয়ে উঠে।