বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ।তাই রক্তে চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। রবিবার বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বালিগঞ্জ বিজন সেতু সন্নিকটে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দুই দিন ধরে এই অনুষ্ঠান। প্রথম দিনে ছিল আঁকা প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ডে কাউন্সিলার সুদের্শনা মুখ্যার্জি, পীযুষ দে, সমাজসেবী সাহেব দাস সহ বহু বিশিষ্ট জনেরা। প্রায় সময় এই ক্লাবের উদ্যোগে মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা। ক্লাবের প্রত্যেকে সদস্যদের অনুপ্রেরণায় তারা নানা ধরনের সামাজিক মূলক কাজ করে থাকে তারা।৩৮ত্তম বর্ষ পূর্তি পদার্পন করলো তাঁদের এই রক্তদান শিবির। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় অংশগ্রহণ করতে দেখা যায় সন্দীপ বস কে।
Comments