প্রেসিডেন্ট অশোক ওঝা ও বিধায়ক গুপ্তা অবস্থান বিক্ষোভ ৪২নং ওয়ার্ডে

:কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল তৃণমূলের ধরনা কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যকে 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে দুপুর 12টা থেকে অবস্থানে বসে ছিল শাসক শিবির ৷ প্রতিবাদ চলে বিকেল 4টা পর্যন্ত ৷রবিবার ৪২নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে এম জি মেট্রো চিৎপুর কোসিং এ সন্নিকটে বিক্ষোভ অবস্থানে বসেন ওয়ার্ডের নেতা নেত্রীরা। ওয়ার্ডে প্রেসিডেন্ট অশোক ওঝা, বিধায়ক বিবেক গুপ্তা, এই দিন এই মঞ্চে দেখা যায়।
শুধু তাই নয় উপস্থিত ছিলেন ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ প্রেসিডেন্ট দীপক নিগালিয়া, তৃণমূল কর্মী নব্বান কুমার মন্ডল, আদিল শেখ, গুডু ভাই, অনিলা খান, অজয় কুমার বোথরা, শ্রী ধর প্যান্ডে সহ্য আরও অনেকে। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীদের এই কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেছিলেন,"বিজেপি নেতারা বারবার কেন্দ্রীয় সরকারকে রাজ্যের প্রাপ্য দিতে বারণ করেছেন। তাই কেন্দ্র গরীব মানুষের টাকা আটকে রেখেছে ৷ এভাবে প্রতিহিংসার রাজনীতি করে রাজ্যকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনা, সন্ত্রাসের প্রতিবাদে তাই 6 অগস্ট সব ইস্যুকে এক করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল প্রতিটি ব্লকে 12টা থেকে 4টে পর্যন্ত ধরনা অবস্থান করবে ৷ এটা সম্পূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হবে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা