রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে বড় বাজার ডিস্টিক কংগ্রেসে মাইনোরিটি উদ্যোগে একটি পথসভা আয়োজিত হয়

পাখির চোখ লোকসভা ভোট।২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে মরিয়া প্রধান বিরোধী দল কংগ্রেস। বেশ কিছু জায়গায় কংগ্রেসের বেনিফিটের সম্ভাবনা। বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করেছে সব দল। রবিবার রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে মদন মোহন বর্মন স্ট্রিটে বড় বাজার ডিস্টিক কংগ্রেস মাইনোরিটি উদ্যোগে একটি স্বরণ সভা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিল কংগ্রেসে বহু নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন জাহেদ আনোয়ার, ইন্তেকাফ, রুখসানা বেগম, মহম্মদ আলমগীর, বড় বাজার কংগ্রেস
মাইনোরিটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ স্যামসাদ। তবে এই মঞ্চ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিরুদ্ধে তোপ দিয়ে বড় বাজার কংগ্রেস মাইনোরটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ সামসাদ বলেন রাজ্য এবং কেন্দ্র সরকার দেশের উন্নতি জন্য ব্যর্থ। রাজ্যে বসে আছে চোর, আর কেন্দ্র এ বসে আছে চা বিক্রেতা। কোনো দিন দেশ কে বিক্রি করে দেবে মোদী। তাই দেশের উন্নতি জন্য আরও একবার কংগ্রেসে নেতৃত্ব রাহুল গান্ধী প্রয়োজন।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা