ডেমোক্রেসি হকার্স ইউনিয়নের তরফে ডেঙ্গু ও ম্যালেরিয়া অভিযান
২০২৩-২৪ অর্থবর্ষে কী ভাবে ডেঙ্গির মোকাবিলা করা হবে, তার রূপরেখা তৈরির জন্য বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের ১৬টি দফতরের সচিব, যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সে সব জেলার জেলাশাসক। ডেঙ্গি মোকাবিলা এবং রোগীদের চিকিৎসার জন্য ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বৈঠকে ডেঙ্গি মোকাবিলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম এবং শহরে দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করার জন্য মোতায়েন করা হবে এক লক্ষ ৩২ হাজার জন। গ্রামগুলিতে পঞ্চায়েত পিছু ১৫ সদস্যের একটি দল মোতায়েন করা হবে। সেই দলের সদস্যেরা দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করবেন। জীবাণু নিয়ন্ত্রণের কাজও করবেন। শহরতলির ক্ষেত্রে এই কাজের জন্য অতিরিক্ত লোক মোতায়েন করা হবে।
রাজ্যের ৬০টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এমনটাই সূত্রের খবর। মঙ্গলবার ডেমোক্রেসি হকার্স ইউনিয়নে তরফে কলেজ স্ট্রিট মার্কেট সন্নিকটে ডেঙ্গু এবং ম্যালিয়া অভিযান চালানো হয়। শুধু তাই নয় এর পাশাপাশি অবস্থান বিক্ষোভে বসেন ইউনিয়নে সমস্ত সদস্যবৃন্দরা। তাঁদের অভিযোগ এই এলাকায় এবং মার্কেট নোংরা আব্বাজনায় ভর্তি পরিষ্কার করা হয় না। যার ফলে এলাকার মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গুতে আকান্ত হচ্ছে। হুশ নেই প্রশাসনে।এলাকার কাউন্সিলারকে বলার সতেও কোনো সুরাহা মেলেনি এলাকার মানুষদের। এই দিন সভায় সামিল ছিলেন ডেমোক্রেসি হকার্স ইউনিয়নে ভান্সই প্রেসিডেন্ট মোহাম্মদ সামসাদ,জেনারেল সেগেটারি ইন্তেকাফ আক্তার,ইয়াসিন হায়দার, জাহাঙ্গীর আলম আব্দুল হামিদ, তপন দাস, আলমুগীর, সৌরভ দাস,সহ আরও অনেক বিশিষ্ট জনেরা।
Comments