মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসে তরফে আঁকড়া হাই স্কুল মোড়ে প্রতিবাদ গন্য অবস্থান
বুধবার মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেস তরফে আঁকড়া হাইস্কুলে মোড়ে, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে একটি বিক্ষোভ জনসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী, তাপস চক্রবর্তী সহ্য এলাকার বহু সাধারণ মহিলারা। সকাল থেকে রাত পর্যন্ত এই প্রতিবাদ সভা চলে। বেচুরাম মোদী সরকার জবাব দাও। আর কত নগ্ন নারী দেখলে প্রধানমন্ত্রী মুখ খুলবেন। বাংলার হকের টাকা দেওয়া হচ্ছে না কেন জবাব দাও। এছাড়াও বিভিন্ন অভিযোগ জানিয়ে এই দিনের এই প্রতিবাদ সভা জোরদার হয়ে উঠে।
Comments