১৫ আগস্ট অল বেঙ্গল রিকশা ইউনিয়নে উদ্যোগে দুঃস্থ মানুষদের খাবার বিতরণ
ভারতে প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। এটি ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন কারণ ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের উদ্দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক গান বাজিয়ে সারা জাতির মানুষ তাদের আনন্দ প্রকাশ করে। বৃটিশরা একশ বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছে। 15 আগস্ট 1947 সালে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহর লাল নেহেরু
লাল কেল্লার লাহোরি গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর 15 আগস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা ওড়ানোর এই এখনও বক্তৃতার পাশাপাশি চর্চা করা হয়।২০২৩ মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। দিন টি উপলক্ষ করেই বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের সেলিব্রেশন। ঠিক তেমনি 51 চিত্ররজন এভিনিউ কাছে অল বেঙ্গল রিকশা ইউনিয়ন পরিচালনায় আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে পথচারী সমস্ত মানুষকে রেশন বিতরণ করা হয়। পাশাপাশি সবাইকে ওই দিন খাবার খাওয়ানোও হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তা আলী, কামরান হোসেন, জনাব নাদিমুল হক, জনাব পারভেস , যোগী প্রতীক মজুমদার, কাউন্সিলার রেহানা খাতুন, মহম্মদ শাহাজাহান, মহম্মদ শাহীদ সহ্য আরও অনেকে।
Comments