যুবক সংঘ ক্লাবের পরিচালনায় শ্রাবন মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: (গীতা মন্ডল) শ্রাবন মাস শিবের মাস তাই এই মাস কে ঘিরে শিবের আরাধনা চলে তোড়জোড় করে। শনিবার ২নং ওয়ার্ডে শ্রাবন মাস উপলক্ষে এলাকার সমস্ত মানুষকে ভোগ বিতরণে আয়োজন করলে ২নং ওয়ার্ডে কাউন্সিলার অভিজিৎ কান্ডু। শুধু তাই নয় পাশাপাশি বিশিষ্ট মানুষজনদের দেওয়া হয় সংবর্ধনা। এই দিন বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি, আলুদম, চাটনি, পাঁপড়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। কখনও রক্তদান শিবির, আবার কখনও বা বস্ত্র বিতরণ এছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করেন কাজের মানুষ কাছের মানুষ অভিজিৎ কান্ডু কে। তবে অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত, কাউন্সিলার মিটুন টিকাদার, কাউন্সিলার স্নিগ্ধা মাইতি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। যুবক সংঘ ক্লাবের পরিচালনায় এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকেন এলাকার জনপ্রিয় কাউন্সিলার অভিজিৎ কান্ডু।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা