১৫ আগস্ট কসবা জাগো বন্ধু পরিচালনায় আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান

ভারতে প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। এটি ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন কারণ ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের উদ্দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক গান বাজিয়ে সারা জাতির মানুষ তাদের আনন্দ প্রকাশ করে। বৃটিশরা একশ বছরেরও বেশি সময় ধরে ভারত শাসন করেছে। 15 আগস্ট 1947 সালে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহর লাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর 15 আগস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা ওড়ানোর এই এখনও
বক্তৃতার পাশাপাশি চর্চা করা হয়।২০২৩ মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। দিন টি উপলক্ষ করেই বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের সেলিব্রেশন। ঠিক তেমনি ২২/এ বৈকুন্ড ঘোষ রোড এ সন্নিকটে কসবা জাগো বন্ধু পরিচালনায় আয়োজিত হয়ে ছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্দি মানুষদের নিয়ে এই অনুষ্ঠান টি হয়। তাঁদের কে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণ, নিতাই, গায়েত্রী বসু,মনোরজন মন্ডল,অভিজিৎ সহ্য আরও অনেক বিশিষ্ট জনেরা। তবে এই দিনের অনুষ্ঠান ছিল দেখার মত।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা