শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে ভোগ বিতরণ
নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে শিবের আপরাধনা করা হয়ে থাকে। শাস্ত্র মতে শ্রাবণ মাসে নিয়ম মেনে শিবের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে। শিবলিঙ্গের পুজোয় জলাভিষেক, দুগ্ধাভিষেক, বেলপাতা, ধুতরো ইত্যাদি নিবেদন করা শুভ।রবিবার শ্রাবন মাস উপলক্ষে শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে বাবা শিবের পুজো উপলক্ষে ভোগ বিতরণ করা হয়। কলকাতা ক্যাশিপুর গঙ্গাধরে সন্নিকটে এই
অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিন সংস্থার উদ্যোগে বহু মানুষকে সুস্বাদু ভোগ বিতরণ করা হয়। ভোগে ছিল লুচি, আলুদম, পায়েস, তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শ্রী কিষান যাইসওয়াল,সেগেটারি রাবি সিংহ, প্রেসিডেন্ট রাহুল যাদব, ভাইস সেক্রেটারি প্রকাশ রুট, ফাউন্ডার মনোজ সিংহ, অ্যাসিস্ট্যান্ট সেগেটারি সন্তোষ যাদব, এছাড়াও ছিলেন রাহুল গুপ্তা, অনিল চৌহান, বাবলু মুখার্জি, রিন্টু সাহানি, রাহুল মিশ্রা, সঞ্জয় যাদব, রমেশ যাদব, আলোক যাদব, মাননু ডুবে, পাপ্পু যাদব সহ আরও অনেকে।
Comments