নার্জেশ সিং এ উদ্যোগে ভোগ বিতরণ
বুধবার বড় বাজার বটতলা স্ট্রিটে বিশ্ব শান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করে বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। প্রতি অম্বসায় তিনি পথ চারী মানুষদের ভোগ বিতরণ করে থাকেন তিনি। ভোগে ছিল খিচুড়ি পায়েস। সুস্বাদু এই ভোগ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মানুষকে খেতে দেখা যায় এই দিন। সমাজসেবী নার্জেস সিং এই দিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাই কে ভোগ বিতরণ করে। তার এই কাজকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তবে শুধু ভোগ বিতরণ নয় মানুষের জন্য বিভিন্ন সময় সামাজিক মূলক কাজ করে থাকে তিনি। গরমে সময় কখনও জল বিতরণ আবার কখনও রক্তদান শিবির করতে দেখা যায় তাকে। তিনি বলেন মানুষের জন্য এই ধরনের কাজ করতে আমার খুব ভালোই লাগে। আগামী দিন আরও ভালো ভালো কাজ করতে চাই।
Comments