উরুশ উৎসবে কাইনার ওয়ার্শী ওয়েলফেয়ার ট্রাস্টে উদ্যোগে হেলথ চেকাপ ক্যাম্প

প্রতিবছরে মতো এবছরও ধুমধাম করে পালিত হল হুগলী শংকর পুরো ওয়ারিশ নগরে উরুশ উৎসব। মঙ্গলবারে এই উৎসব ছিল চোখে পড়ার মতো। এই উৎসব একে ওপরে ভালোবাসা ও আনন্দে উৎসব। বিকাল থেকে চলে জলসা লোকজনের আনাগোনা। তবে এই উৎসবে মধ্যে দিয়ে প্রত্যেকবারে মানুষের জন্য হেলথ চেকাপ ক্যাম্প করতে দেখা যায় ডক্টর এম, এ শাহকে।এই দিন কাইনার ওয়ারসি ওয়েলফেয়ার ট্রাস্ট এ কর্ণধার ডক্টর এম, এ শাহ উদ্যোগে একটি হেলথ চেকাপ ক্যাম্প আয়োজিত হয়। যেখানে আগত আশা যাত্রীদের কোনো রকম অসুবিধা হলে এই ক্যাম্প থেকে সাহায্য নিতে পারে। তবে এই ক্যাম্পে সহযোগিতায় রয়েছেন মিনু মোড় শাড়ি কোম্পানি। এম, এ শাহের এই ক্যাম্প বিভিন্ন জায়গায় আয়োজন করতে দেখা যায় মানুষের জন্য। তিনি বলেন মানুষের জন্য এই ধরনের কাজ করতে খুবই ভালোই লাগে। তবে অনুষ্ঠানে মধ্যে দিয়ে সম্প্রীতি ও ভালোবাসা বার্তা দেন তাসকিন সাব ওয়ার্ষি বাবা।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব