Posts

Showing posts from September, 2022

মাইকেল মধুসুদন পার্ক ওয়েল ফেয়ার কমিটি, শ্রী শ্রী সার্বজনীন দুর্গোউৎসব শুভ উদ্ভোধন

Image
(নিজস্ব প্রতিনিধি গীতা মন্ডল) :-রজত জয়ন্তী বর্ষ, মাইকেল মধুসূদন পার্ক ওয়েলফেয়ার কমিটি পরিচালনায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গোউৎসব এ শুভ সূচনা হল বৃহস্পতিবার। ফ্রিতে কেটে প্যান্ডেলের শুভ উদ্ভোধন করেন ১১৫নং ওয়ার্ডে পৌরমাতা শ্রীমতি রত্না সূর। ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোষক্ষ স্বামী পুরাতননন্দ মহারাজ।২৫ বছরে পদার্পন করল তাদেরই এই পুজো। পুজো পাশাপাশি থাকছে ৪ দিন ব্যাপ্পি বিভিন্ন ধরনের অনুষ্ঠান। শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিপাশা সেন রায়, সেগেটারি প্রনতি ও সরবানী সহ্য আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় বিপাশা সেন রায়কে। তবে এই দিন শুধু প্যান্ডেল এ শুভ সূচনা হয়নি। পাশাপাশি ছিল এখানকার ভাইস প্রেসিডেন্ট বিপাশা সেন রায়ের বাড়ি পুজো শুভ উদ্ভোধন। এই দিন প্যান্ডেল এবং নিজের বাড়ি পুজো ওতি ব্যাস্ততায় দেখা যায় তাকে। তার বাড়ি পুজোতেও শুভ উদ্ভোধন করেন ১১৫ নং ওয়ার্ডে পৌরমাতা রত্না সূর। কুমোরটুলি ঠাকুরে একদম ঘরোয়া সাজে সেজে উঠেছে তার বাড়ি পুজো।

বুধবার শুভ উদ্ভোধন হল বাটানগরে নিউল্যান্ড কমিটি পুজো প্যান্ডেল

Image
বুধবার বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি, পুজো প্যান্ডলের শুভ সূচনা হল। এই দিন ফ্রিতে কেটে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী হাত দিয়ে পুজো মণ্ডপের শুভ সূচনা হয়। কাউন্সিলার পীযুষ দাসের এই পুজো প্রতি বছরের মতো এ বছরও ধুমধাম করে হতে চলেছে বাটা নগরে নিউল্যান্ড পুজো কমিটি পুজো। পুজো চারটে দিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল দাস,এবং মহেশতলা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলা,অলোকা মাইতি, কৃষ্ণা ঘোষ, তরুণ মন্ডল, সহ্য আরও অনেক বিশিষ্ট জনেরা।

জনতা দল (ইউনাইটেড )সদস্য ভুক্ত অভিযান ২০২২-২৫

Image
শুরু হয়ে গিয়েছে জনতা দল (ইউনাইট ) সদস্য ভুক্তি অভিযান। আর তারই মধ্যে এক প্রেস মিট হয়ে গেলো কলকাতা প্রেস ক্লাবে। যেখানে উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সভাপতি শ্রী রাজী রঞ্জন ওরফে লালন সিং, রাজ্য সভাপতি শ্রী অমিতাভ দত্ত, পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত জনাব গুলাম রসুল বলিয়াভি সহ্য আরও অনেকে। জনতা দল শক্তি দল শক্তি সঞ্চয় করতে চায়। বাংলায় বেকারত্ব বেড়েছে, বাংলা এবং কেন্দ্র দুই সরকারই ফ্লোট, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলা তে চলছে। বাংলা কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল, সাংবাদিক বৈঠকে মধ্যে দিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য সভাপতি শ্রী অমিতাভ দত্ত। তিনি আরও বলেন আমরা আমাদের দলে সঠিক লোকে সঙ্গে নেবো। সামনে পঞ্চায়েত নির্বাচন ভোট, জনতা দল বাংলায় বেস্ট দল হয়ে উঠবে। পাশাপাশি তিনি আরও জানান বাংলায় স্বাস্থ্য আর শিক্ষা নৈরাজ্য চলছে কিন্তু বিহারে ২০০৫ সালে পরে বহু মেডিকেল কলেজ হয়েছে। ডাক্তারে কোনো অভাব নেই। আমাদের দল আগামী দিন অনেক মজবুত হবে।

শারদীয়া আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন ১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিঠুন টিকাদার

Image
হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি বাংলী প্ৰিয় উৎসব দূর্গা পুজো। পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে। মহালয়া শেষ এখন পুজোর অপেক্ষা। বাংলী মনে আনন্দের আমেজ। সোমবার পুজো উপলক্ষ করেই বজবজ পৌরসভা ১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিটুন টিকাদার সমস্ত মানুষকে জাতি ভেদ, নির্বিশেষে সাম্প্রদায়িক উদ্ধে সবাইকে পুজো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন তিনি। তিনি বলেন গত দুই বছর কোরোনায় মানুষ আনন্দ করতে পারেনি। এবছর মানুষ সেই সমস্যা কাটিয়ে উঠেছে। তাই মানুষ সুস্থ থাকুক এবং ভালো করে পুজো কাটাক।

পৌরপিতা অভিজিৎ কান্ডু উদ্যোগে প্রায় ৫০০ জন মানুষে বস্ত্র বিতরণ

Image
সোমবার বজবজ পৌরসভা ২নং ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ কান্ডু উদ্যোগে দুই দিন ব্যাপী প্রায় ৫০০ জন মানুষকে বস্ত্র বিতরণ করলেন তিনি। সিঙ্গলী পাড়া, ঘোষ পাড়া, তাঁতিপাড়া সহ্য বেশ কিছু এলাকায় পুজো উপলক্ষে বহু মানুষকে বস্ত্র বিতরণ করেন। সবার কাজের মানুষ কাছের মানুষ অভিজিৎ কান্ডু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। তবে সোমবার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জাতি ভেদ, নির্বিশেষে সমস্ত সাম্প্রদায়িক মানুষকে শারদীয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তিনি।

সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতি, বঙ্গীয় সাক্ষরতা প্রশাসনিক, কলকাতা নাগরিক সম্মেলন যৌথ উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্মদিবস উদযাপন

Image
দেশজুড়ে পালিত হল ২০৩ ত্তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মবার্ষিকী। দিনটি কে জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান। ঠিক তেমনি সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতি, বঙ্গীয় স্বাক্ষরতা প্রশাসনিক, ও কলকাতা নাগরিক সম্মেলনে যৌথ উদ্যোগে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম বার্ষিকী অনুষ্ঠান। সি আই ডি মোড় জোড়া মন্দির সন্নিকটে ওপর আয়োজিত হয় অনুষ্ঠান।এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্ছাদেরকে দেওয়া হয় বর্ণ পরিচয় বই, খাতা, পেন এবং খাবার। এলাকার বহু দরিদ্র বাচ্ছাদেরকে দেওয়া হয়। শিক্ষা নৈরাজ্য ও শিক্ষার নামে ভণ্ডামি, সমাজে শিক্ষা কাঠামোকে ভেঙে ফেলা এই ধরনের বেশ কিছু বক্তব্য উঠে আসে এই অনুষ্ঠানে মঞ্চ থেকে। একটা সমাজের শিক্ষার মধ্যে দিয়ে একটি শিশু বড় হয়। সেই শিক্ষাই যদি ভেঙে পড়ে তাহলে আগামী দিনের প্রজন্ম সুশিক্ষিত হওয়া খুবই কঠিন। এমনি বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত বুদ্ধিজীবীরা। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন পূরবী দে ভবানী বিশ্বাস, রাজীব বিশ্বাস, শান্তা ব্যানার্জী, বনমালী ভট্টাচার্য, সবিতা বস, শৈবাল দেব, এছাড়াও সমগ্র অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় বাসন্তী দাসকে।

পূর্ব লেক পল্লী সার্বজনীন দুর্গ উৎসব ২০২২ এ মায়ের আগমনী বার্তা একটি ছোট ঝলক আয়োজিত হল

Image
এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। কাশফুলের আগমনের সাথে সাথে ঘটে দেবীর আগমন। পরিবেশে পুজো গন্ধে মহ, মহ, করে উঠে। বাঙলির প্ৰিয় উৎসব দূর্গ উৎসব। এই উৎসবকে ঘিরে প্রত্যেক বাংলীর মনের মধ্যে আনন্দে ভোরে উঠে। রবিবার ইস্টট্রেন সোশ্যাইটি উদ্যোগে পূর্ব লেক পল্লী সার্ব্বজনীন দুর্গ উৎসবের মায়ের আগমনী বার্তা দিয়ে মহালয়া দিনে একটি ছোট অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে বড় ছোট, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। পূর্বলেক পল্লী সার্বজনীন দূর্গ উৎসব ২০২২এ, এবছরের তাঁদের মূল থ্রিম ভারতবর্ষ। তবে এই দিনের তাঁদের মায়ের আগমনী বার্তার অনুষ্ঠানের ঝলক ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মায়ের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবস্যাচী ভট্টাচার্য, দেবাশীষ মৌলিক, কোরিওগ্রাফার সংগীত ভট্টাচার্য ও নিশা সাপুই, পুজো কমিটি সেগেট্রারি দেবজিৎ গুপ্তা, সুদেষ্ণা বিশ্বাস, এবং মূল থ্রিমের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন দেবযানী বস।

শনিবার অমিত মিশ্রা উদ্যোগে কয়েকশো সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করলেন তিনি

Image
পুজো আর কয়েকটা দিন বাকি। তারই মধ্যে কয়েকশো গরীব দুস্থ অসহায় মানুষদের বস্ত্র করলেন কাজের মানুষ কাছের মানুষ অমিত মিশ্রা। শনিবার বড়বাজার বিনানি ধর্মশালার সন্নিকটে ওপর এলাকার বহু মানুষকে বস্ত্র বিতরণ করেন তিনি। পুজো সামনে নতুন বস্ত্র পেয়ে ছোট থেকে বড় প্রত্যেকেই খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লড়াকু নেতা শক্তি প্রতাপ সিং, স্বর্ণালী মিশ্র, পবন শর্মা, রাধা রানী দত্ত, সোমনাথ স্যানাল, সন্দীপ সিং সহ আরও অনেকে। অনুষ্ঠানে শেষে তার ছেলে শ্রীভম মিশ্রা জন্মদিন পালন করলেন তিনি। কেক কেটে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

পুজো সবার ভালো কাটুক, সুস্থ থাকুক বলেন ১১ নং ওয়ার্ড বজবজ পৌরসভার পৌরমাতা স্নিগ্ধা মাইতি

Image
হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি বাংলী প্ৰিয় উৎসব দূর্গাপুজো।ঢাকের কাটি বাজল বলেই।শরৎতের আগমন ঘটেছে মরশুমে। পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। বুধবার ১১ নং ওয়ার্ড বজবজ পৌরসভার পৌরমাতা স্নিগ্ধা মাইতি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সমস্ত ভাষাভাষী মানুষকে শারদীয়া শুভেচ্ছা বার্তা জানালেন। তিনি বলেন ২ বছর ধরে করোনার আতঙ্ককে মানুষ ভুগেছে। পুজোতে মানুষ আনন্দ করতে পারেনি। তাই এবছর সমস্ত প্যান্ডামিক কাটিয়ে, সব কিছু স্বাভাবিক হয়েছে। তাই আমার তরফ থেকে সমস্ত মানুকে এটাই বলো সবাই ভালো করে পুজো উপভোগ করুক, সবাই সুস্থ থাকুক।

গরুকে ২০০ কেজি আটার রুটি ও ভেলি গুড় খাওয়ালেন আরভীন বিয়ানী নামে এক ব্যক্তি

Image
২০০০ হাজারেও বেশি গরুকে গো খাবার খাইয়ে নজির গরলেন আরভীন বিয়ানী নামে এক ব্যক্তি। সোদপুর পিঞ্জিজারাপল সোসাইটি গোশালায় ২০০০ হাজারেও বেশি গরুকে ২০০কেজি আটার রুটি ও ভেলি গুড় খাওয়ালেন ওই ব্যক্তি। শুধু তাই নয় ওই গোশালায় সমস্ত কর্মচারীদের সকালের ব্রেকফাস্টের খাবারও দিলেন তিনি। মুড়ি, বিস্কুট, কলা লজেন্স দেন সমস্ত গোশালার কর্মচারীদের। আরভীন নামে ওই ব্যক্তি তিনি বলেন শুধু আজকের নয় আমি প্রতি রবিবার করে এখানে এসে এই রকম ভাবে সমস্ত গরুকে খাবার খাওয়াই। এতে আমার খুবই ভালো লাগে। তবে শুধু তিনি একা নন, সাথে ছিল তার সহ পরিজনেরা।

তেরেপান্থ যুবক পরিষদ সাউথ কলকাতা পরিচালনায় রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির ক্যাম্প। রক্তের অভাবে অনেকেরই পান হারায়। বিভিন্ন ক্যাম্পের মত শনিবার ১১/ এস ব্লক এ নিউস আলিপুর, তেরেপান্থ যুবক পরিষদ সাউথ কলকাতার পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। উদ্যোগে রয়েছেন উদয়ন। তবে এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। এই সংস্থা রক্তের চাহিদা মেঠাতে বহু জায়গায় রক্তদান শিবির ক্যাম্প করে থাকেন তারা। ওয়ার্ল্ড বিগ্গেস্ট ব্লাড ডোনেশন ড্রাইভ হিস্যাবে তারা পরিচিত পেয়েছেন। তবে এই দিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাবি প্রকাশ জিনিন্দ্র সুরনা অমিত কুমার সুরনা, পুরুষতাম আগওয়াল, গোপাল মোহন কেডিয়া সহ্য আরও অনেকে!

সোমবার বিপ্লব কুমার সিনহা প্রযোজনায় নতুন গান "বীরভূমের মাইয়া" লঞ্চ হল

Image
বিপ্লব কুমার সিনহা প্রযোজিত ও BKS ফ্লিম প্রোডাক্টশন নিবেদিত বিপ্লব কুমার সিনহার ইউটুব চ্যানেল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে সোমবার লঞ্চ হল নতুন মিউজিক ভিডিও। গানটি নাম '' বীরভূমের মাইয়া '' গানটি এক অন্য ধাচের অন্য রকমের গ্রাম্য পরিবেশ কে নিয়ে গান টি তৈরী হয়েছে। যাকে বলে মাঠির গান। শহরের একটি ছেলে গ্রামে এসে একটি গ্রাম্য মেয়েকে ভালোবাসে। একটি মিষ্টি প্রেমের কেমেষ্টি নিয়ে তৈরী হয়েছে এই গানটি। গানটি গেয়েছেন যীশু ও নীলাঞ্জনা। গানটি তে অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা ও হিয়া। ও পরিচালনায় দায়িত্বে ছিলেন শাহীদ এবং গানটি DOP তে রয়েছেন মনোজিৎ

৯ সেপ্টেম্বর উদযাপিত হল উরস মুবারক হজরত উলফত শাহওয়ারিস

Image
৯ সেপ্টেম্বর উদযাপিত হল উরস মুবারক উলফত শাহওয়ারসি। গুরুপ শংকরপুর মাজারে ৫ ঘটিকায় অনুষ্ঠানে শুভ সূচনা হয়। সন্ধে ৫ টায় ঝান্ডা ফ্ল্যাগ শিরোমনি উদযাপিত হয়। ৭ টা সময় হয় মিলন শরিফ। সারা রাত ধরে চলে নানা অনুষ্ঠান। তবে এই দিন ডক্টর M. A shah তার হেলথ চেকাপ ক্যাম্পের মধ্যে দিয়ে বহু মানুষ কে সেবা দেন তিনি। ডক্টর M. A shah শুধু এখানে নয় বহু জায়গায় তিনি মানুষকে সেবা দিয়ে আসছেন। কখন বস্ত্র বিতরণ করেন তিনি। আবার কখনও খাদ্য বিতরণ করতে দেখা যায় তাকে। করোনা সময় ওমানুষ মানুষকে যখন চিনতো না। তখনও মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে ডক্টর M. A Shah। করোনা কালে তার অকত চেষ্টায় সব সময় মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে সমাজসেবী ডক্টর M. A Shah। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন সাবওয়ারিস, ইষত মেমুদ ওয়ারিস,সুরাজ ভাই, মুক্তার রেহেমাদ, রোসন শাহ, মহুমদ নাসিদ ওয়ারিস সহ্য আরোও অনেকে।

রেড রোডের উদ্দেশ্য এ পদযাত্রায় শ্রী দূর্গা নব যুবক সংঘে সদস্যবৃন্দরা

Image
এবার কলকাতা দূর্গা পুজো স্বীকৃতি পেলো ইউনেস্কো থেকে। কলকাতা দুর্গাপূজো মুকুটে জুটলো নতুন পলক। দূর্গা উৎসব শুধুমাত্র উৎসব নয় আমাদের সাংস্কৃতিক গৌরব। ধন্যবাদ দিদি, বৃহস্পতিবার এই বার্তা দিয়েই কালাকার স্ট্রি থেকে পদযাত্রা শুরু করে শ্রী দূর্গা নব যুবক সংঘ এ পুজো কমিটি সদস্যবৃন্দরা। বৃহস্পতিবার ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে রেড রোডে উদ্দেশ্যে পদযাত্রা সামিল হন তারা। তবে সেখানে উপস্থিত ছিলেন ওয়াকিং প্রেসিডেন্ট রঘুনাথ এগোয়াল বিনোদ সিঙ্গালিয়া পবন শর্মা, সাবরমাল আগরওয়াল সহ আরও অনেকে।