মাইকেল মধুসুদন পার্ক ওয়েল ফেয়ার কমিটি, শ্রী শ্রী সার্বজনীন দুর্গোউৎসব শুভ উদ্ভোধন

(নিজস্ব প্রতিনিধি গীতা মন্ডল) :-রজত জয়ন্তী বর্ষ, মাইকেল মধুসূদন পার্ক ওয়েলফেয়ার কমিটি পরিচালনায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গোউৎসব এ শুভ সূচনা হল বৃহস্পতিবার। ফ্রিতে কেটে প্যান্ডেলের শুভ উদ্ভোধন করেন ১১৫নং ওয়ার্ডে পৌরমাতা শ্রীমতি রত্না সূর। ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোষক্ষ স্বামী পুরাতননন্দ মহারাজ।২৫ বছরে পদার্পন করল তাদেরই এই পুজো। পুজো পাশাপাশি থাকছে ৪ দিন ব্যাপ্পি বিভিন্ন ধরনের অনুষ্ঠান। শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিপাশা সেন রায়, সেগেটারি প্রনতি ও সরবানী সহ্য আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় বিপাশা সেন রায়কে। তবে এই দিন শুধু প্যান্ডেল এ শুভ সূচনা হয়নি। পাশাপাশি ছিল এখানকার ভাইস প্রেসিডেন্ট বিপাশা সেন রায়ের বাড়ি পুজো শুভ উদ্ভোধন। এই দিন প্যান্ডেল এবং নিজের বাড়ি পুজো ওতি ব্যাস্ততায় দেখা যায় তাকে। তার বাড়ি পুজোতেও শুভ উদ্ভোধন করেন ১১৫ নং ওয়ার্ডে পৌরমাতা রত্না সূর। কুমোরটুলি ঠাকুরে একদম ঘরোয়া সাজে সেজে উঠেছে তার বাড়ি পুজো।