সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতি, বঙ্গীয় সাক্ষরতা প্রশাসনিক, কলকাতা নাগরিক সম্মেলন যৌথ উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্মদিবস উদযাপন

দেশজুড়ে পালিত হল ২০৩ ত্তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মবার্ষিকী। দিনটি কে জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান। ঠিক তেমনি সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতি, বঙ্গীয় স্বাক্ষরতা প্রশাসনিক, ও কলকাতা নাগরিক সম্মেলনে যৌথ উদ্যোগে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম বার্ষিকী অনুষ্ঠান। সি আই ডি মোড় জোড়া মন্দির সন্নিকটে ওপর আয়োজিত হয় অনুষ্ঠান।এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্ছাদেরকে দেওয়া হয় বর্ণ পরিচয় বই, খাতা, পেন এবং খাবার। এলাকার বহু দরিদ্র বাচ্ছাদেরকে দেওয়া হয়। শিক্ষা নৈরাজ্য ও শিক্ষার নামে ভণ্ডামি, সমাজে শিক্ষা কাঠামোকে ভেঙে ফেলা এই ধরনের বেশ কিছু বক্তব্য উঠে আসে এই অনুষ্ঠানে মঞ্চ থেকে। একটা সমাজের শিক্ষার মধ্যে দিয়ে একটি শিশু বড় হয়। সেই শিক্ষাই যদি ভেঙে পড়ে তাহলে আগামী দিনের প্রজন্ম সুশিক্ষিত হওয়া খুবই কঠিন। এমনি বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত বুদ্ধিজীবীরা। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন পূরবী দে ভবানী বিশ্বাস, রাজীব বিশ্বাস, শান্তা ব্যানার্জী, বনমালী ভট্টাচার্য, সবিতা বস, শৈবাল দেব, এছাড়াও সমগ্র অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় বাসন্তী দাসকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা