শনিবার অমিত মিশ্রা উদ্যোগে কয়েকশো সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করলেন তিনি
পুজো আর কয়েকটা দিন বাকি। তারই মধ্যে কয়েকশো গরীব দুস্থ অসহায় মানুষদের বস্ত্র করলেন কাজের মানুষ কাছের মানুষ অমিত মিশ্রা। শনিবার বড়বাজার বিনানি ধর্মশালার সন্নিকটে ওপর এলাকার বহু মানুষকে বস্ত্র বিতরণ করেন তিনি। পুজো সামনে নতুন বস্ত্র পেয়ে ছোট থেকে বড় প্রত্যেকেই খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লড়াকু নেতা শক্তি প্রতাপ সিং, স্বর্ণালী মিশ্র, পবন শর্মা, রাধা রানী দত্ত, সোমনাথ স্যানাল, সন্দীপ সিং সহ আরও অনেকে। অনুষ্ঠানে শেষে তার ছেলে শ্রীভম মিশ্রা জন্মদিন পালন করলেন তিনি। কেক কেটে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Comments