৯ সেপ্টেম্বর উদযাপিত হল উরস মুবারক হজরত উলফত শাহওয়ারিস
৯ সেপ্টেম্বর উদযাপিত হল উরস মুবারক উলফত শাহওয়ারসি। গুরুপ শংকরপুর মাজারে ৫ ঘটিকায় অনুষ্ঠানে শুভ সূচনা হয়। সন্ধে ৫ টায় ঝান্ডা ফ্ল্যাগ শিরোমনি উদযাপিত হয়। ৭ টা সময় হয় মিলন শরিফ। সারা রাত ধরে চলে নানা অনুষ্ঠান। তবে এই দিন ডক্টর M. A shah তার হেলথ চেকাপ ক্যাম্পের মধ্যে দিয়ে বহু মানুষ কে সেবা দেন তিনি। ডক্টর M. A shah শুধু এখানে নয় বহু জায়গায় তিনি মানুষকে সেবা দিয়ে আসছেন। কখন বস্ত্র বিতরণ করেন তিনি। আবার কখনও খাদ্য বিতরণ করতে দেখা যায় তাকে। করোনা সময় ওমানুষ মানুষকে যখন চিনতো না। তখনও মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে ডক্টর M. A Shah। করোনা কালে তার অকত চেষ্টায় সব সময় মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে সমাজসেবী ডক্টর M. A Shah। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন সাবওয়ারিস, ইষত মেমুদ ওয়ারিস,সুরাজ ভাই, মুক্তার রেহেমাদ, রোসন শাহ, মহুমদ নাসিদ ওয়ারিস সহ্য আরোও অনেকে।
Comments