বুধবার শুভ উদ্ভোধন হল বাটানগরে নিউল্যান্ড কমিটি পুজো প্যান্ডেল
বুধবার বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি, পুজো প্যান্ডলের শুভ সূচনা হল। এই দিন ফ্রিতে কেটে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী হাত দিয়ে পুজো মণ্ডপের শুভ সূচনা হয়। কাউন্সিলার পীযুষ দাসের এই পুজো প্রতি বছরের মতো এ বছরও ধুমধাম করে হতে চলেছে বাটা নগরে নিউল্যান্ড পুজো কমিটি পুজো। পুজো চারটে দিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল দাস,এবং মহেশতলা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলা,অলোকা মাইতি, কৃষ্ণা ঘোষ, তরুণ মন্ডল, সহ্য আরও অনেক বিশিষ্ট জনেরা।
Comments