শারদীয়া আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন ১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিঠুন টিকাদার
হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি বাংলী প্ৰিয় উৎসব দূর্গা পুজো। পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে। মহালয়া শেষ এখন পুজোর অপেক্ষা। বাংলী মনে আনন্দের আমেজ। সোমবার পুজো উপলক্ষ করেই বজবজ পৌরসভা ১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিটুন টিকাদার সমস্ত মানুষকে জাতি ভেদ, নির্বিশেষে সাম্প্রদায়িক উদ্ধে সবাইকে পুজো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন তিনি। তিনি বলেন গত দুই বছর কোরোনায় মানুষ আনন্দ করতে পারেনি। এবছর মানুষ সেই সমস্যা কাটিয়ে উঠেছে। তাই মানুষ সুস্থ থাকুক এবং ভালো করে পুজো কাটাক।
Comments