রেড রোডের উদ্দেশ্য এ পদযাত্রায় শ্রী দূর্গা নব যুবক সংঘে সদস্যবৃন্দরা

এবার কলকাতা দূর্গা পুজো স্বীকৃতি পেলো ইউনেস্কো থেকে। কলকাতা দুর্গাপূজো মুকুটে জুটলো নতুন পলক। দূর্গা উৎসব শুধুমাত্র উৎসব নয় আমাদের সাংস্কৃতিক গৌরব। ধন্যবাদ দিদি, বৃহস্পতিবার এই বার্তা দিয়েই কালাকার স্ট্রি থেকে পদযাত্রা শুরু করে শ্রী দূর্গা নব যুবক সংঘ এ পুজো কমিটি সদস্যবৃন্দরা। বৃহস্পতিবার ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে রেড রোডে উদ্দেশ্যে পদযাত্রা সামিল হন তারা। তবে সেখানে উপস্থিত ছিলেন ওয়াকিং প্রেসিডেন্ট রঘুনাথ এগোয়াল বিনোদ সিঙ্গালিয়া পবন শর্মা, সাবরমাল আগরওয়াল সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা