জনতা দল (ইউনাইটেড )সদস্য ভুক্ত অভিযান ২০২২-২৫
শুরু হয়ে গিয়েছে জনতা দল (ইউনাইট ) সদস্য ভুক্তি অভিযান। আর তারই মধ্যে এক প্রেস মিট হয়ে গেলো কলকাতা প্রেস ক্লাবে। যেখানে উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সভাপতি শ্রী রাজী রঞ্জন ওরফে লালন সিং, রাজ্য সভাপতি শ্রী অমিতাভ দত্ত, পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত জনাব গুলাম রসুল বলিয়াভি সহ্য আরও অনেকে। জনতা দল শক্তি দল শক্তি সঞ্চয় করতে চায়। বাংলায় বেকারত্ব বেড়েছে, বাংলা এবং কেন্দ্র দুই সরকারই ফ্লোট, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলা তে চলছে। বাংলা কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল, সাংবাদিক বৈঠকে মধ্যে দিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য সভাপতি শ্রী অমিতাভ দত্ত। তিনি আরও বলেন আমরা আমাদের দলে সঠিক লোকে সঙ্গে নেবো। সামনে পঞ্চায়েত নির্বাচন ভোট, জনতা দল বাংলায় বেস্ট দল হয়ে উঠবে। পাশাপাশি তিনি আরও জানান বাংলায় স্বাস্থ্য আর শিক্ষা নৈরাজ্য চলছে কিন্তু বিহারে ২০০৫ সালে পরে বহু মেডিকেল কলেজ হয়েছে। ডাক্তারে কোনো অভাব নেই। আমাদের দল আগামী দিন অনেক মজবুত হবে।
Comments