পূর্ব লেক পল্লী সার্বজনীন দুর্গ উৎসব ২০২২ এ মায়ের আগমনী বার্তা একটি ছোট ঝলক আয়োজিত হল

এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। কাশফুলের আগমনের সাথে সাথে ঘটে দেবীর আগমন। পরিবেশে পুজো গন্ধে মহ, মহ, করে উঠে। বাঙলির প্ৰিয় উৎসব দূর্গ উৎসব। এই উৎসবকে ঘিরে প্রত্যেক বাংলীর মনের মধ্যে আনন্দে ভোরে উঠে। রবিবার ইস্টট্রেন সোশ্যাইটি উদ্যোগে পূর্ব লেক পল্লী সার্ব্বজনীন দুর্গ উৎসবের মায়ের আগমনী বার্তা দিয়ে মহালয়া দিনে একটি ছোট অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে বড় ছোট, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। পূর্বলেক পল্লী সার্বজনীন দূর্গ উৎসব ২০২২এ, এবছরের তাঁদের মূল থ্রিম ভারতবর্ষ। তবে এই দিনের তাঁদের মায়ের আগমনী বার্তার অনুষ্ঠানের ঝলক ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মায়ের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবস্যাচী ভট্টাচার্য, দেবাশীষ মৌলিক, কোরিওগ্রাফার সংগীত ভট্টাচার্য ও নিশা সাপুই, পুজো কমিটি সেগেট্রারি দেবজিৎ গুপ্তা, সুদেষ্ণা বিশ্বাস, এবং মূল থ্রিমের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন দেবযানী বস।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা