তেরেপান্থ যুবক পরিষদ সাউথ কলকাতা পরিচালনায় রক্তদান শিবির

রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির ক্যাম্প। রক্তের অভাবে অনেকেরই পান হারায়। বিভিন্ন ক্যাম্পের মত শনিবার ১১/ এস ব্লক এ নিউস আলিপুর, তেরেপান্থ যুবক পরিষদ সাউথ কলকাতার পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। উদ্যোগে রয়েছেন উদয়ন। তবে এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। এই সংস্থা রক্তের চাহিদা মেঠাতে বহু জায়গায় রক্তদান শিবির ক্যাম্প করে থাকেন তারা। ওয়ার্ল্ড বিগ্গেস্ট ব্লাড ডোনেশন ড্রাইভ হিস্যাবে তারা পরিচিত পেয়েছেন। তবে এই দিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাবি প্রকাশ জিনিন্দ্র সুরনা অমিত কুমার সুরনা, পুরুষতাম আগওয়াল, গোপাল মোহন কেডিয়া সহ্য আরও অনেকে!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা