গরুকে ২০০ কেজি আটার রুটি ও ভেলি গুড় খাওয়ালেন আরভীন বিয়ানী নামে এক ব্যক্তি
২০০০ হাজারেও বেশি গরুকে গো খাবার খাইয়ে নজির গরলেন আরভীন বিয়ানী নামে এক ব্যক্তি। সোদপুর পিঞ্জিজারাপল সোসাইটি গোশালায় ২০০০ হাজারেও বেশি গরুকে ২০০কেজি আটার রুটি ও ভেলি গুড় খাওয়ালেন ওই ব্যক্তি। শুধু তাই নয় ওই গোশালায় সমস্ত কর্মচারীদের সকালের ব্রেকফাস্টের খাবারও দিলেন তিনি। মুড়ি, বিস্কুট, কলা লজেন্স দেন সমস্ত গোশালার কর্মচারীদের। আরভীন নামে ওই ব্যক্তি তিনি বলেন শুধু আজকের নয় আমি প্রতি রবিবার করে এখানে এসে এই রকম ভাবে সমস্ত গরুকে খাবার খাওয়াই। এতে আমার খুবই ভালো লাগে। তবে শুধু তিনি একা নন, সাথে ছিল তার সহ পরিজনেরা।
Comments