পুজো সবার ভালো কাটুক, সুস্থ থাকুক বলেন ১১ নং ওয়ার্ড বজবজ পৌরসভার পৌরমাতা স্নিগ্ধা মাইতি

হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি বাংলী প্ৰিয় উৎসব দূর্গাপুজো।ঢাকের কাটি বাজল বলেই।শরৎতের আগমন ঘটেছে মরশুমে। পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। বুধবার ১১ নং ওয়ার্ড বজবজ পৌরসভার পৌরমাতা স্নিগ্ধা মাইতি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সমস্ত ভাষাভাষী মানুষকে শারদীয়া শুভেচ্ছা বার্তা জানালেন। তিনি বলেন ২ বছর ধরে করোনার আতঙ্ককে মানুষ ভুগেছে। পুজোতে মানুষ আনন্দ করতে পারেনি। তাই এবছর সমস্ত প্যান্ডামিক কাটিয়ে, সব কিছু স্বাভাবিক হয়েছে। তাই আমার তরফ থেকে সমস্ত মানুকে এটাই বলো সবাই ভালো করে পুজো উপভোগ করুক, সবাই সুস্থ থাকুক।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা