সোমবার বিপ্লব কুমার সিনহা প্রযোজনায় নতুন গান "বীরভূমের মাইয়া" লঞ্চ হল

বিপ্লব কুমার সিনহা প্রযোজিত ও BKS ফ্লিম প্রোডাক্টশন নিবেদিত বিপ্লব কুমার সিনহার ইউটুব চ্যানেল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে সোমবার লঞ্চ হল নতুন মিউজিক ভিডিও। গানটি নাম '' বীরভূমের মাইয়া '' গানটি এক অন্য ধাচের অন্য রকমের গ্রাম্য পরিবেশ কে নিয়ে গান টি তৈরী হয়েছে। যাকে বলে মাঠির গান। শহরের একটি ছেলে গ্রামে এসে একটি গ্রাম্য মেয়েকে ভালোবাসে। একটি মিষ্টি প্রেমের কেমেষ্টি নিয়ে তৈরী হয়েছে এই গানটি। গানটি গেয়েছেন যীশু ও নীলাঞ্জনা। গানটি তে অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা ও হিয়া। ও পরিচালনায় দায়িত্বে ছিলেন শাহীদ এবং গানটি DOP তে রয়েছেন মনোজিৎ

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা