Posts

Showing posts from September, 2023

মুক্তি পেল মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে মিউজিক অ্যালবাম তোমাদের অনুরোধে

Image
কোলকাতা (২৭ সেপ্টেম্বর '২৩):- 'রাগা মিউজিক'-এর তরফ থেকে প্রকাশিত হল ১০ টা গানের নতুন বাংলা মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'।গীতিকার সুব্রত ঘোষাল-এর ৮ টা ও সুষমা ঘোষাল-এর ২ টো গানের কথা, সুর ও পরিচালনায় এবং মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে ১০ টা গানের মিউজিক অ্যালবাম 'তোমাদের অনুরোধে'-এর শুভ মুক্তি ঘটল আজ প্রেস ক্লাব কোলকাতায়। আনন্দঘণ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রেমকুমার গুপ্তা, ইন্দ্রাণী সেন, সুমিত্রা খাসনবিশ, রাজন্যা হালদার, অভিনেত্রী ঋত্বিকা সেন, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকী, পণ্ডিত স্বপন সেন, সুব্রত ঘোষাল, সুষমা ঘোষাল ও সতীনাথ মুখার্জি-র মতো বিশিষ্ট জন। প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে সঙ্গীত সাধনা শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক হন শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী। বর্ণময় জীবনে তিনি একদিকে যেমন বেতার ও দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন তেমনই বিভিন্ন রাজনৈতিক সভাতেও সাফল্যের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন এই কণ্ঠসঙ্গীত শিল্পী।

ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে কার্যকরী ও আলোচনা সভা

Image
আমরা এক হয়ে কাজ করবো। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো। আমরা লড়বো। আমরা অনেক সহ্য করেছি। আর সহ্য করবো না। মানুষের জন্য এবার লড়াই করতে মাঠে নামবো, এমনটাই বলেন ভারতীয় জনতা মজদূর সঙ্ঘ এ জেলার প্রেসিডেন্ট জগজিৎ সিংহ। সোমবার ভারতীয় জনতা মজদুর সংঘে ডাকে একটি কার্যকরী ও আলোচনা সভার আয়োজন হয়। সেই সভায় জেলা প্রেসিডেন্ট জগজিৎ সিংহ বলেন মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। এতো দিন মানুষের জন্য কাজ করেছি, আজও করবো। এই বৈঠকে আলোচনা মধ্যে দিয়ে উঠে আসে। যারা দিন মজুর শ্রমিক রয়েছে তাঁদের পরিস্থিতি কথা আলোচনা হয়। অটো চালক থেকে শুরু করে রিস্কা, ওলা, উবের, সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আগামী দিন তারা এগিয়ে যাবে। এমনটাই আলোচনা মধ্যে উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন ঊষা শাউ, মনীশ সিংহ, আকাশ সিং,ধর্মেন্দ্র মাহাতো, কার্তিক শেঠ, দীপর্ণা মজুমদার, রোহিত সিং, আরিফ হোসাইন, বুলবুল সিংহ, স্বপন মন্ডল, অমিতাভ চক্রবর্তী সহ আরও অনেকে।

রক্তদান শিবিরে ৫৮নং ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসে সভানেত্রী নূর জাহান মন্ডল এক বিশেষ ভূমিকায়

Image
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।” কামিনী রায় বলেছেন—“সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।রবিবার ৫৮নং ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। এই দিন বহু মানুষ রক্ত দেন। তবে রক্তদাতা সংখ্যা ছিল ছেলেদের তুলনায় মেয়েদের পরিমান বেশি। তবে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে পৌরপিতা সন্দীপন সাহা, এবং মহিলা সভানেত্রী নূর জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় নূর জাহান মন্ডলকে ladno।

Krishna Charita presents Doshobhuja  

Image
  Kolkata, Sep 23:The journey of a thousand miles begins with one step. And possibly amidst the ecstasy of creativity and innovative spirits, ‘ Sharad Srijoni Shomman’ is stepping to its 11th year of recognition, without even realizing itspassage of time.   India Green Reality, represented by Mr Samanta had taken an initiative to introduce ‘Sharad Srijoni Shomman’ ten years back to recognize the creative aspects of the artwork and contents, wherein despite its non-glamourous presence, it has been an awaited recognition for many respected artists. We thank all the Clubs and their associates for participating and sending their nominations to us every year wherein we are presented with the beautiful and ingenious artwork created by the divine artists in the grand stage of the one of the most revered and  UNESCO recognized festival in the world. Today again in the midst of the festive energy of invincibility and joy, ‘Krishna Charita’ - a parallel business unit of ours represented by M...

Grand Launch of iphone 15 series

Image
Long queues were spotted outside Apple's retail stores across the city of joy since the early hours of September 22 ahead of the launch of the much awaited iPhone 15 Series. Mr. Ravi Gupta, Director of the biggest Apple Distributor of West Bengal, RG CELLULARS is all excited with the huge wave of demand in his network of 250 stores across 100 locations in West Bengal. Khosla Electronics Pvt. Ltd. being one of the biggest Partner is buzzing with enthusiastic iPhone 15 customers who are drawing a queue outside the store. With the iPhone 15 series, Apple has introduced the USB Type-C charging port for the first time. Apple debuts iPhone 15 and iPhone 15 Plus with a huge leap forward for iPhone with a gorgeous new design featuring a durable, color-infused back glass and new contoured edge; the Dynamic Island; a 48MP Main camera with 2x Telephoto; and USB‑C. The iPhone 15 lineup also introduces the next generation of portraits, making it easier to capture portraits with great deta...

INIFD Lindsay Street Fashion & Interior Designing Annual Exhibition 2023

Image
INIFD has always been an institute of National repute imparting education in Fashion & Interior Designing and over the years, it hasproduced students who are creative and want to go beyond the ordinary. INIFD, Lindsay Street was created in July 1995 with its corporate headquarters in Chandigarh, and has nurtured under the careful eyes of its Directors, Mr. John Mantosh and Mrs. Susan Mantosh. Inter National Institute of  Fashion Design- the largest Global network of Design Institutes with more than 24 years of Trust, Performance & Success. INIFD has a Global presence with more than 5 Lac Pass Outs and 25,000 students passing out every year. Since, the birth of the institute, it has kept up its standards of breeding a generation of young designers, who are now sought-after names in the fashion fraternity. Small wonder then, that at INIFD, there’s every opportunity to bring out the best talent. However, INIFD, besides imparting training and education in such diverse fields as f...

প্রবীণ নবীন সংঘে উদ্যোগে আয়োজিত হল গণেশ পুজো

Image
সোমবার বিশ্বকর্মা পুজোর পরেই মঙ্গলবার গনেশ চতুর্থী উপলক্ষে সনাতনী হিন্দুদের সুখ ও সমৃদ্ধির দেবতা গণেশের পুজোয় মেতে উঠলো।দেশের প্রতিটি স্থানে চলছে এই গনেশ পুজো।বিশেষ করে মহারাষ্ট্র তে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হলে ও পিছিয়ে নেই বাংলা।তাই কলকাতার শিয়ালদহ গোমেশ লেনের প্রবীণ নবীন সংঘ র পুজো এবছরে ১৫তম বর্ষে পড়লো।সবার আন্তরিকতা র ছোঁয়ায় এই পুজো নবীন ও প্রবীণদের একসাথে নিয়ে এই পুজো সুচারু ভাবে করে চলেছে।নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে এই পুজো চলে আসছে বলে জানান মিলন পান।তার ও গুটি কয়েকজনের উৎসাহে এই পূজোর শুরু হয় ২০০৯ সালে।সনাতন ধর্মের মানুষের কাছে এই পুজোর গুরুত্ব অনেক।গণেশের জন্মউৎসাব গনেশ চতুর্থী নামেই পরিচিত।এই পুজো যাঁদের অক্লান্ত পরিশ্রমে সফল ভাবে এগিয়ে চলেছে তারা হলো মিলন পান,প্রসেনজিৎ ঘোষ,ভাস্কর সিং,অতনু মুখার্জী,উজ্বল কুন্ডু,উৎপল কুন্ডু,আলেখ্য ঘোষ,অমিত মল্লিক,অর্জুন মুখার্জী,রামজীবন রায়,সুরজিৎ পরামানিক প্রমুখরা। ১০৮টি গণেশের নাম জব করলে প্রসন্ন হয় দেবতা।তাই এই পুজো বাঙালিদের কাছে ভক্তি শ্রদ্ধায় সর্বদা এগিয়ে। প্রতি বছর প্রবীণ নবীন সংঘর এই পুজো সুচারু ভাবে হয়ে এগিয়ে চলুক এই কামনা করি।

নব যুবক নাগরিক সংঘ ও ইজরা স্ট্রিট পুজো সংঘে উদ্যোগে গণেশ পুজো

Image
বাণিজ্য নগরী মুম্বাইয়ের সাংস্কৃতি বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। মুম্বাইতে গণপতি বাপ্পা মারিয়া এই ধ্বনিতে আমরা দেখতাম আগে গণপতির উৎসবে। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই পর্বত্র নন্দিনী ত্রিপুরায় গণেশ পূজার রম রমরমা উৎসবেরও সংকরায়ন হচ্ছে। আমরা নতুন নতুন উৎসব সংস্কৃতিতে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি, তবে কিছু সংস্কৃতি বা উৎসব এভাবে বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য যায় বিশ্বকর্মা পূজার হিরেকটা কিন্তু অনেকটাই কমেছে। সেই জায়গায় বিশ্বকর্মার স্থান করে নিয়েছে গণেশ পূজা। বুধবার নব যুবক নাগরিক সংঘ ও ইজরা স্ট্রিট পুজো সংঘ এ উদ্যোগে ধুমধাম করে আয়োজিত হল গণেশ পুজো। পুজো পাশাপাশি থাকছে নানা ধরনের অনুষ্ঠান। তবে এই পুজো হয় মার্কেট এ সমস্ত ব্যবসায়ীদের প্রচেষ্টায়। পুজোর উদ্যোগে রয়েছে উমাকান্ত আগ্রয়াল, জেনারেল সেগেটারি পবন পান্ডে সহ আরও অনেকে।

বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় গণেশ পুজো

Image
বাণিজ্য নগরী মুম্বাইয়ের সাংস্কৃতি বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। মুম্বাইতে গণপতি বাপ্পা মারিয়া এই ধ্বনিতে আমরা দেখতাম আগে গণপতির উৎসবে। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই পর্বত্র নন্দিনী ত্রিপুরায় গণেশ পূজার রম রমরমা উৎসবেরও সংকরায়ন হচ্ছে। আমরা নতুন নতুন উৎসব সংস্কৃতিতে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি, তবে কিছু সংস্কৃতি বা উৎসব এভাবে বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য যায় বিশ্বকর্মা পূজার হিরেকটা কিন্তু অনেকটাই কমেছে। সেই জায়গায় বিশ্বকর্মার স্থান করে নিয়েছে গণেশ পূজা। মঙ্গলবার বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হল সিদ্ধিদাতা গণেশ এ পুজো। শুধু পুজো নয় পুজো কে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান ও ভোগ খাওয়ানো আয়জনও করা হয়। তবে এই দিন এই ওয়ার্ডে পৌরমাতা সুদেষ্ণা মুখ্যার্জি হাত দিয়ে পুজো শুভ সূচনা হয়। তবে উদ্যোগে রয়েছেন মহাদেব খাড়া, সন্দীপ বসু,সহ আরও অনেকে।

সমাজ সেবা সমিতি পরিচালনায় আয়োজিত গণেশ পুজো

Image
বাণিজ্য নগরী মুম্বাইয়ের সাংস্কৃতি বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। মুম্বাইতে গণপতি বাপ্পা মারিয়া এই ধ্বনিতে আমরা দেখতাম আগে গণপতির উৎসবে। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই পর্বত্র নন্দিনী ত্রিপুরায় গণেশ পূজার রম রমরমা উৎসবেরও সংকরায়ন হচ্ছে। আমরা নতুন নতুন উৎসব সংস্কৃতিতে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি, তবে কিছু সংস্কৃতি বা উৎসব এভাবে বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য যায় বিশ্বকর্মা পূজার হিরেকটা কিন্তু অনেকটাই কমেছে। সেই জায়গায় বিশ্বকর্মার স্থান করে নিয়েছে গণেশ পূজা। সোমবার বড় বাজার শেয়ার মার্কেট এ সমাজ সেবা সমিতি পরিচালনায় গণেশ পুজো শুভ উদ্ভোধন হল। ফ্রিতে কেটে শুভ উদ্ভোধন করলে বিধায়ক তাপস রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকোমল সাহা, কাউন্সিলার মহেশ শর্মা, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, তৃণমূল ছাত্র পরিষদের যুবনেতা নেতা সৌম বক্সী এছাড়াও আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠান টি নরেন্দ্র শর্মা ও আনন্দ সিং এ প্রচেষ্টা আয়োজিত হয়। তাঁদের এই পুজো ১৯ বছরে পদার্পন করতে চলেছে।

ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মন্ডল ৩ এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।” সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।এক ফোটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির ঠিক তেমনি ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মন্ডল ৩ এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। বেহালা রবীন্দ্র বাস স্ট্যান্ডে সন্নিকটে,ত্রিশক্তি ভাবনে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই দিন বহু মানুষকে এই ক্যাম্পে রক্ত দিতে দেখা যায়। উদ্যোগক্তা বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার মন্ডল। তারই সহযোগিতায় এই মহতিপূর্ণ কাজ সম্পূর্ণ হয়। সমাজে বিভিন্ন সময় মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় সমাজসেবী স্বপন কুমার মন্ডলকে। তবে এই দিনে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। তারই হাত দিয়ে ক্য...

প্রধান মন্ত্রী জন্মদিন উপলক্ষে ডক্টর শ্যামা প্রসাদ হেলথ মিশনে উদ্যোগে খাবার বিতরণ

Image
রবিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনের উদ্যোগে দুঃস্থ মানুষদের ও একটি আশ্রমে ছোট ছোট বাচ্ছাদের খাবার বিতরণ করা হল। শুধু তাই নয় এই দিন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে বেহালা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন সংগঠনের সমস্ত সদস্যবৃন্দরা। আশ্রমের সমস্ত বাচ্ছাদের ফল বিতরণ করা হয়। এই অভিনব উদ্যোগ প্রথম নয় এর আগে এই সংস্থার উদ্যোগে বহু সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে দেখা গেছে। কখনও বৃদ্ধাশ্রমে আবার কখনও বা অনাথ আশ্রমে খাবার বিতরণ করেছেন তারা। বিভিন্ন সময় সামাজিক মূলক কাজ করে থাকে এই সংস্থা। তাই মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে এই সংস্থা। ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশন সংস্থা মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে আগামী দিনের জন্য। তবে এই সংগঠনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যারা তারা হলেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য, সুপ্রকাশ সাহা, জগজিৎ সিং,শুভশীষ কর,স্বরূপ চ্যাট্টর্জি,রতন দত্ত,ডালিয়া, পিনাকী,অরুন, জয়ন্ত,রুদ্রাস দত্ত সহ আরও অনেকে।

कौशिक अमावस्या पर भंडारे का आयोजन कोलकाता

Image
कौशिक अमावस्या पर भंडारे का आयोजन कोलकाता। बड़ाबाजार परमार्थ की ओर से कौशिक अमावस्या पर भंडारा चौक में विशाल भंडारे का आयोजन किया गया। संस्था के चेयरमैन प्रकाश जाजोदिया, अध्यक्ष संजय मजेजी ने कहा कि कौशिक अमावस्या का विशेष महत्व है। अधिक से अधिक लोगों को भोजन कराने का अधिक फल है। सचिव नागेश सिंह ने आगंतुकों का स्वागत करते हुए कहा कि प्रति माह अमावस्या पर भंडारे का आयोजन होता है। कौशिक अमावस्या पर भंडारे का विशेष महत्व है। भंडारे में भरत राम तिवारी, अरून गुप्ता, नवीन सांगानेरिया, लालू गौरीसरिया, सुरेश अग्रवाल का विशेष सहयोग रहा। कार्यक्रम की सफलता में लाला शर्मा, रामबाबू शुक्ला, कुणाल चतुर्वेदी, नगेन्द्र खरवार, सूरज, शीतल, अनीता खरवार, रेखा खरवार, नगीना खरवार, गोपाल महाराज का सहयोग रहा।

গ্রেটার বড়বাজার একতা মঞ্চের গণেশ পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে

Image
সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের (Lord Ganesha) মন্ত্রোচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর (১ আশ্বিন), মঙ্গলবার। তাই মাত্র আর কয়েকটা দিন বাকি সিদ্ধিদাতা গণেশের আরাধনা। তবে এখন থেকেই পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে। প্যান্ডেলের শুরু হয়ে গিয়েছে।৫৬নং বড়বাজার বটতলা স্ট্রিট এ, গ্রেটার বড়বাজার একতা মঞ্চে পরিচালনায় আয়োজিত হতে চলেছে গণেশ পুজো। আর তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। ইতিমধ্যেই বাঁশ খুঁটি প্যান্ডেল চলছে জোরকদমে। এ বছর তাঁদের মূল থিম চন্দ্রযান ৩।৯বছরের পদার্পন করতে চলেছে তাঁদের এই পুজো। পুজো উদ্যোগে রয়েছেন সঞ্জয় গুপ্তা, বিকাশ হার্স, সুমিত হাঁড়িতোয়াল, সন্দীপ সিং, রাজদীপ সুঙ্কর, রাহুল সোনি...

ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ মিশনে উদ্যোগে এক বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

Image
কাজেই প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বামী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।” অথাৎ জীব সেবাই হল শিব সেবা। রবিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ মিশনে উদ্যোগে এক বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করলেন এই সংস্থা। বিভিন্ন সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে দেখা যায় এই সংস্থাকে। এই দিন আশ্রয় নামে এক বৃদ্ধাশ্রমে দুপুরে খাবারে আয়োজন করা হয়। পাশাপাশি চাল, আলু সবজিও দেওয়া হয় এই হোমে। মানব সেবা হল শিব সেবা এই লক্ষ্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়। করোনার সময়ও মানুষের জন্য কাজ করতে দেখা গেছে এই সংস্থাকে।এই ভাবেই এগিয়ে চলেছে ডক্টর শ্যামা প্রশাদ মুখার্জি হেলথ মিশন। তবে এই সংগঠনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যারা তারা হলেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ চক্রবর্তী, ওঁকারনাথ চক্রবর্তী, সন্দীপ সরকার, অতনু রক্ষিত, জগজিৎ সিং, পিনাকী রজন ঘোষ, দেবাশীষ রায়, অরুন কুমার, ...

৫৮নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে উদ্যোগে আয়োজিত হল শিক্ষক দিবস

Image
৫৮নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হল পাশকুড়া হাই স্কুলে। ৫৮নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক প্রনব চক্রবর্তী উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা সন্দীপন সাহা, দীপঙ্কর মজুমদার, মহিলা সভানেত্রী নূর জাহান সহ আরও অনেক বিশিষ্ট জনেরা।

পৌরপিতা সন্দীপন সাহা অনুপ্রেরণায় পূর্ব অঞ্চল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষক দিবস

Image
শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগড়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। সারা বিশ্বে 5 অক্টোবর আন্তজার্তিক শিক্ষক দিবস পালন করা হয়। কিন্তু ভারতে শিক্ষক দিবস পালিত হয় 5 সেপ্টেম্বর। এদেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে সম্মান জানানোর জন্যই 5 সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। ২০২৩ মঙ্গলবার দেশ জুড়ে পালিত হল শিক্ষক দিবস। দিন টি কে উপলক্ষ করেই সরাদিন দিন ধরে চলে নানা ধরনের অনুষ্ঠান। ছাত্র ও শিক্ষকের মেল বন্ধনের মধ্যে দিয়ে শিক্ষকে সম্মানে সংবর্ধনা জানোও হয় এই দিনটি কে উপলক্ষ করেই। ঠিক তেমনি মঙ্গলবার পৌরপিতা সন্দীপন সাহা অনুপ্রেরণায় পূর্ব অঞ্চল প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। স্কুলে প্রতি টি শিক্ষকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা সন্দীপন সাহা তিনি নিজে হাতে সংবর্ধনা জ্ঞাপন করেন স্কুলের শিক্ষকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী নূর জাহান, দীপঙ্কর মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ...

৫৮নং ওয়ার্ডে তপশিলী জাতি ও উপজাতি ওয়েল ফেয়ার সোসাইটি এবং SC, OBC, CELL সহযোগিতা রক্তদান শিবির

Image
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।কামিনী রায় বলেছেন—“সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।সামাজিক এই কাজ পরিপূরক করার জন্য বিভিন্ন জায়গায় চলে এই ধরণের কর্মসূচি। যাতে মানুষ বিপদে পড়লে অসুবিধা হয় না। ঠিক তেমনি ট্যাংরা ৫৮নং ওয়ার্ড তপশিলী জাতি ও উপজাতি ওয়েল ফেয়ার সোসাইটির পরিচালনায় ও ৫৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস SC, OBC, CELl এ সহযোগিতায় আয়োজিত হল এক রক্তদান শিবির। শুধু রক্তদান নয় পাশাপাশি ছিল হেলথ চেকাপ ক্যাম্প। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে রক্তদান করেন এবং এই ক্যাম্পএ দাঁড়িয়ে থেকে পরিষেবা নেন। উদ্যোগক্তা অলোক খাটুয়া অনুপ্রেনায় এই কাজ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তিনি বিভিন্ন সময় মানুষের জন্য সামাজিক মূলক কাজ করে থাকেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বরণ কোমল স...

কলকাতা আরবান ফেয়ার প্রাইস শপ অনার্স এসোসিয়েশনে পরিচালনায় রক্তদান শিবির

Image
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন।প্রতি বছর জুন মাসে আমরা বিশ্ব রক্তদান দিবস পালন করি। পালন করার উদ্দেশ্য একটাই যাতে আমরা ধন্যবাদ দিতে পারি বিশ্বের সমস্ত রক্তদাতাকে কারণ একজনের রক্তদানের জন্যই কোনও ব্যক্তি জীবন ফিরে পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই রক্তদানে আগ্রহী হন না তার কারণ রক্তদান সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব।রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় থাকে, না কোন ভেদাভেদ।রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্ত দানের শিবির। ঠিক তেমনি কলকাতা আরবান ফেয়ার প্রাইস শপ অনার্স এসোসিয়েশন পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির।সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় গোপাল ভবনে।তবে রক্তদানের পাশাপাশি ছিল বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বহু গরীব দুঃস্থ মহিলাদের হাতে এই দিন তুলে দেওয়া হয় শাড়ি। তবে সমগ্র অনুষ্ঠান...