ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ মিশনে উদ্যোগে এক বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

কাজেই প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বামী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।” অথাৎ জীব সেবাই হল শিব সেবা। রবিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ মিশনে উদ্যোগে এক বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করলেন এই সংস্থা। বিভিন্ন সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে দেখা যায় এই সংস্থাকে। এই দিন আশ্রয় নামে এক বৃদ্ধাশ্রমে দুপুরে খাবারে আয়োজন করা হয়। পাশাপাশি চাল, আলু সবজিও দেওয়া হয় এই হোমে। মানব সেবা হল
শিব সেবা এই লক্ষ্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়। করোনার সময়ও মানুষের জন্য কাজ করতে দেখা গেছে এই সংস্থাকে।এই ভাবেই এগিয়ে চলেছে ডক্টর শ্যামা প্রশাদ মুখার্জি হেলথ মিশন। তবে এই সংগঠনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যারা তারা হলেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ চক্রবর্তী, ওঁকারনাথ চক্রবর্তী, সন্দীপ সরকার, অতনু রক্ষিত, জগজিৎ সিং, পিনাকী রজন ঘোষ, দেবাশীষ রায়, অরুন কুমার, রীতা কুমারী, টুম্পা চক্রবর্তী, পূর্ণিমা দাস, তপন চন্দ্র, রূপালী ভট্টাচার্য, সুপ্রকাশ সাহা সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা