গ্রেটার বড়বাজার একতা মঞ্চের গণেশ পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে
সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের (Lord Ganesha) মন্ত্রোচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর (১ আশ্বিন), মঙ্গলবার। তাই মাত্র আর কয়েকটা দিন বাকি সিদ্ধিদাতা গণেশের আরাধনা।
তবে এখন থেকেই পুজো প্রস্তুতি চলছে তুঙ্গে। প্যান্ডেলের শুরু হয়ে গিয়েছে।৫৬নং বড়বাজার বটতলা স্ট্রিট এ, গ্রেটার বড়বাজার একতা মঞ্চে পরিচালনায় আয়োজিত হতে চলেছে গণেশ পুজো। আর তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। ইতিমধ্যেই বাঁশ খুঁটি প্যান্ডেল চলছে জোরকদমে। এ বছর তাঁদের মূল থিম চন্দ্রযান ৩।৯বছরের পদার্পন করতে চলেছে তাঁদের এই পুজো। পুজো উদ্যোগে রয়েছেন সঞ্জয় গুপ্তা, বিকাশ হার্স, সুমিত হাঁড়িতোয়াল, সন্দীপ সিং, রাজদীপ সুঙ্কর, রাহুল সোনি, মনোজ সিং, যোগেশ শর্মা, অরুন সারাংগী, পঙ্কজ সিংঘালিয়া,সহ আরও অনেকে।
Comments