৫৮নং ওয়ার্ডে তপশিলী জাতি ও উপজাতি ওয়েল ফেয়ার সোসাইটি এবং SC, OBC, CELL সহযোগিতা রক্তদান শিবির
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ,
ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।কামিনী রায় বলেছেন—“সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।সামাজিক এই কাজ পরিপূরক করার জন্য বিভিন্ন জায়গায় চলে এই ধরণের কর্মসূচি।
যাতে মানুষ বিপদে পড়লে অসুবিধা হয় না। ঠিক তেমনি ট্যাংরা ৫৮নং ওয়ার্ড তপশিলী জাতি ও উপজাতি ওয়েল ফেয়ার সোসাইটির পরিচালনায় ও ৫৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস SC, OBC, CELl এ সহযোগিতায় আয়োজিত হল এক রক্তদান শিবির। শুধু রক্তদান নয় পাশাপাশি ছিল হেলথ চেকাপ ক্যাম্প। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে রক্তদান করেন এবং এই ক্যাম্পএ দাঁড়িয়ে থেকে পরিষেবা নেন। উদ্যোগক্তা অলোক খাটুয়া অনুপ্রেনায় এই কাজ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তিনি বিভিন্ন সময় মানুষের জন্য সামাজিক মূলক কাজ করে থাকেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বরণ কোমল সাহা,পৌরপিতা সন্দীপন সাহা,নূর জাহান সহ আরও অনেক বিশিষ্ট বর্গরা।
Comments