রক্তদান শিবিরে ৫৮নং ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসে সভানেত্রী নূর জাহান মন্ডল এক বিশেষ ভূমিকায়
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ,
ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।” কামিনী রায় বলেছেন—“সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।রবিবার ৫৮নং ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। এই দিন বহু মানুষ রক্ত দেন। তবে রক্তদাতা সংখ্যা ছিল ছেলেদের তুলনায় মেয়েদের পরিমান বেশি। তবে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে পৌরপিতা সন্দীপন সাহা, এবং মহিলা সভানেত্রী নূর জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় নূর জাহান মন্ডলকে ladno।
Comments