সমাজ সেবা সমিতি পরিচালনায় আয়োজিত গণেশ পুজো

বাণিজ্য নগরী মুম্বাইয়ের সাংস্কৃতি বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। মুম্বাইতে গণপতি বাপ্পা মারিয়া এই ধ্বনিতে আমরা দেখতাম আগে গণপতির উৎসবে। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই পর্বত্র নন্দিনী ত্রিপুরায় গণেশ পূজার রম রমরমা উৎসবেরও সংকরায়ন হচ্ছে। আমরা নতুন নতুন উৎসব সংস্কৃতিতে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি, তবে কিছু সংস্কৃতি বা উৎসব এভাবে বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য যায় বিশ্বকর্মা পূজার হিরেকটা কিন্তু অনেকটাই কমেছে। সেই জায়গায় বিশ্বকর্মার স্থান করে নিয়েছে গণেশ পূজা।
সোমবার বড় বাজার শেয়ার মার্কেট এ সমাজ সেবা সমিতি পরিচালনায় গণেশ পুজো শুভ উদ্ভোধন হল। ফ্রিতে কেটে শুভ উদ্ভোধন করলে বিধায়ক তাপস রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকোমল সাহা, কাউন্সিলার মহেশ শর্মা, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, তৃণমূল ছাত্র পরিষদের যুবনেতা নেতা সৌম বক্সী এছাড়াও আরও অনেকে। তবে সমগ্র অনুষ্ঠান টি নরেন্দ্র শর্মা ও আনন্দ সিং এ প্রচেষ্টা আয়োজিত হয়। তাঁদের এই পুজো ১৯ বছরে পদার্পন করতে চলেছে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা