ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে কার্যকরী ও আলোচনা সভা

আমরা এক হয়ে কাজ করবো। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো। আমরা লড়বো। আমরা অনেক সহ্য করেছি। আর সহ্য করবো না। মানুষের জন্য এবার লড়াই করতে মাঠে নামবো, এমনটাই বলেন ভারতীয় জনতা মজদূর সঙ্ঘ এ জেলার প্রেসিডেন্ট জগজিৎ সিংহ। সোমবার ভারতীয় জনতা মজদুর সংঘে ডাকে একটি কার্যকরী ও আলোচনা সভার আয়োজন হয়। সেই সভায় জেলা প্রেসিডেন্ট জগজিৎ সিংহ বলেন মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। এতো দিন মানুষের জন্য কাজ করেছি, আজও করবো। এই বৈঠকে আলোচনা মধ্যে দিয়ে উঠে আসে। যারা দিন মজুর শ্রমিক রয়েছে তাঁদের পরিস্থিতি কথা আলোচনা হয়। অটো চালক থেকে শুরু করে রিস্কা, ওলা, উবের, সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আগামী দিন তারা এগিয়ে যাবে। এমনটাই আলোচনা মধ্যে উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন ঊষা শাউ, মনীশ সিংহ, আকাশ সিং,ধর্মেন্দ্র মাহাতো, কার্তিক শেঠ, দীপর্ণা মজুমদার, রোহিত সিং, আরিফ হোসাইন, বুলবুল সিংহ, স্বপন মন্ডল, অমিতাভ চক্রবর্তী সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা