নব যুবক নাগরিক সংঘ ও ইজরা স্ট্রিট পুজো সংঘে উদ্যোগে গণেশ পুজো
বাণিজ্য নগরী মুম্বাইয়ের সাংস্কৃতি বেশ কয়েক বছর ধরেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। মুম্বাইতে গণপতি বাপ্পা মারিয়া এই ধ্বনিতে আমরা দেখতাম আগে গণপতির উৎসবে। কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই পর্বত্র নন্দিনী ত্রিপুরায় গণেশ পূজার রম রমরমা উৎসবেরও সংকরায়ন হচ্ছে। আমরা নতুন নতুন উৎসব সংস্কৃতিতে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি, তবে কিছু সংস্কৃতি বা উৎসব এভাবে বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য যায় বিশ্বকর্মা পূজার হিরেকটা কিন্তু অনেকটাই কমেছে। সেই জায়গায় বিশ্বকর্মার স্থান করে নিয়েছে গণেশ পূজা। বুধবার নব যুবক নাগরিক সংঘ ও ইজরা স্ট্রিট পুজো সংঘ এ উদ্যোগে ধুমধাম করে আয়োজিত হল গণেশ পুজো। পুজো পাশাপাশি থাকছে নানা ধরনের অনুষ্ঠান। তবে এই পুজো হয় মার্কেট এ সমস্ত ব্যবসায়ীদের প্রচেষ্টায়। পুজোর উদ্যোগে রয়েছে উমাকান্ত আগ্রয়াল, জেনারেল সেগেটারি পবন পান্ডে সহ আরও অনেকে।
Comments