কলকাতা আরবান ফেয়ার প্রাইস শপ অনার্স এসোসিয়েশনে পরিচালনায় রক্তদান শিবির

রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন।প্রতি বছর জুন মাসে আমরা বিশ্ব রক্তদান দিবস পালন করি। পালন করার উদ্দেশ্য একটাই যাতে আমরা ধন্যবাদ দিতে পারি বিশ্বের সমস্ত রক্তদাতাকে কারণ একজনের রক্তদানের জন্যই কোনও ব্যক্তি জীবন ফিরে পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই রক্তদানে আগ্রহী হন না তার কারণ রক্তদান সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব।রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় থাকে, না কোন
ভেদাভেদ।রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্ত দানের শিবির। ঠিক তেমনি কলকাতা আরবান ফেয়ার প্রাইস শপ অনার্স এসোসিয়েশন পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির।সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় গোপাল ভবনে।তবে রক্তদানের পাশাপাশি ছিল বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বহু গরীব দুঃস্থ মহিলাদের হাতে এই দিন তুলে দেওয়া হয় শাড়ি। তবে সমগ্র অনুষ্ঠানটি উদ্যোগে যারা ছিলেন তারা হলেন অচিন্ত সাঁতরা, আঁখিলেস ডুবে, কেষ্ট মাইতি, সুভাষ আগরওয়াল, দীনদয়েল আগরওয়াল, ধন্যঞ্জয় গুপ্তা, জিতেন্দ্র আগরওয়াল, সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে শুভ সূচনা হয় বিধায়ক গৌতম চৌধুরী হাত দিয়ে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা