ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মন্ডল ৩ এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ,
ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।” সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।” পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।এক ফোটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেঠাতে বিভিন্ন
জায়গায় চলে রক্তদান শিবির ঠিক তেমনি ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মন্ডল ৩ এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। বেহালা রবীন্দ্র বাস স্ট্যান্ডে সন্নিকটে,ত্রিশক্তি ভাবনে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই দিন বহু মানুষকে এই ক্যাম্পে রক্ত দিতে দেখা যায়। উদ্যোগক্তা বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার মন্ডল। তারই সহযোগিতায় এই মহতিপূর্ণ কাজ সম্পূর্ণ হয়। সমাজে বিভিন্ন সময় মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় সমাজসেবী স্বপন কুমার মন্ডলকে। তবে এই দিনে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। তারই হাত দিয়ে ক্যাম্পের শুভ সূচনা হয়।
Comments