Posts

Showing posts from August, 2025

রবিবার নেতাজি সুভাষ মিশনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প

Image
রক্তদান শিবির একটি জীবন রক্ষাকারী উদ্যোগ যার উদ্দেশ্য হল জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার, এবং থ্যালাসেমিয়া, হিমোফিলিয়ার মতো রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তের সরবরাহ নিশ্চিত করা। এটি সমাজের মানুষের মধ্যে জীবন बचाने এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা বাড়ায়। এছাড়া, নিয়মিত রক্তদানে রক্তদাতার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমে, যা তাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য: জীবন বাঁচানো: রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ক্যান্সার, থ্যালাসেমিয়া, দুর্ঘটনাসহ বিভিন্ন জরুরি অবস্থায় রোগীদের জীবন বাঁচাতে অপরিহার্য। রক্তের সরবরাহ নিশ্চিতকরণ: এটি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে রক্তের নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে, যা অনেক সময় চাহিদা পূরণ করতে পারে না। মানবিক মূল্যবোধ বৃদ্ধি: এটি মানুষের মধ্যে সহমর্মিতা, উদারতা এবং একে অপরের প্রতি মমত্ববোধ বাড়িয়ে তোলে। সচেতনতা বৃদ্ধি: শিবিরগুলো রক্তদান সম্পর্কে ভুল ধারণা দূর করে, সঠিক তথ্য প্রদান করে এবং মানুষকে রক্তদানে উৎসাহিত করে। স্বেচ্ছাসেবক পুল তৈরি: ভবিষ্যতে চি...

শুক্রবার নবযুবক নাগরিক সংঘে গণেশ পুজো উপলক্ষে আয়োজিত হল ভোগ বিতরণ অনুষ্ঠান

Image
গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব, যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব হিসেবে পালিত হয়। এটি বিনায়ক চতুর্থী অথবা বিনায়ক চবিথি নামেও পরিচিত। উৎসবের মূল বৈশিষ্ট্য হলো বাড়িতে ও জনসমক্ষে সাময়িক মণ্ডপে গণেশের প্রতিমা স্থাপন, বৈদিক স্তোত্রপাঠ, উপবাস, পূজা ও প্রসাদ বিতরণ। বিশেষত মোদক এই উৎসবের নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়। দশ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে অনন্ত চতুর্দশীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে, যা নদী, সমুদ্র বা অন্য জলাশয়ে সম্পন্ন হয়। কেবল মুম্বাই শহরেই প্রতিবছর প্রায় দেড় লক্ষ প্রতিমা বিসর্জন করা হয়। গণেশ চতুর্থী মূলত "শুভ সূচনার দেবতা", "বাধা অপসারণকারী" ও "জ্ঞান ও প্রজ্ঞার দেবতা" হিসেবে গণেশের পূজা নিবেদনকে কেন্দ্র করে পালিত হয়। ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও গোয়া রাজ্যে এ উৎসব ব্যাপকভাবে পালিত হয়। ভারতীয় উপমহাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মরিশাস, ফিজি, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ ও টোবাগো, গায়ানা, সুরিনাম, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বব্যাপী হি...

শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী উদ্যোগে আয়োজিত হল গণেশ চতুর্দশী আরাধনা

Image
গণেশ চতুর্থী ২০২৫ সালের তিথি ২৬ অগস্ট থেকে শুরু হচ্ছে। তবে উদয়া তিথি অনুসারে এই বিশেষ পুজো ২৭ অগস্ট আয়োজিত হবে। দেশের উৎসবের মরশুমে এবার আগমন গণপতি বাপ্পার! দেশের নানান প্রান্ত বিঘ্নহর্তার আরাধনায় মাতোয়ারা হওয়ার অপেক্ষায় রয়েছে। ভাদ্রের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে চতুর্দশী তিথি পর্যন্ত চলে গণপতির বিশেষ আরাধনা। এবার ২০২৫ সালের গণেশ চতুর্থীর তিথি আজ ২৬ অগস্ট থেকে পড়ে গিয়েছে। আর তিথি শেষ হচ্ছে ২৭ অগস্ট। ধর্মমতে, উদয়া তিথি অনুসারে, দেশ জুড়ে বুধবার পালিত হবে গণেশ চতুর্থী। রইল গণেশ চতুর্থীর তিথি। গণেশ চতুর্থীর তিথি ২০২৫ সালে শুরু হচ্ছে ২৬ অগস্ট ২০২৫। ২৬ অগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার দুপুর ১ টা ৫৪ মিনিটে এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। ২৭ অগস্ট ৩ টে ৪৪ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। গণেশের পুজোর বিশেষ মুহূর্ত ২৭ অগস্ট বেলা ১১ টা ০৫ থেকে শুরু হবে। জ্যোতিষ তথ্য বলছে, কলকাতায় এই পুজোর বিশেষ সময়কাল ২৭ অগস্ট ২০২৫ সালে বেলা ১০ টা ২২ মিনিট থেকে শুরু হচ্ছে, আর তা শেষ হবে বেলা ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত। বুধবার সারা দেশজুড়ে পালিত হল শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক গণেশ চতুর্দশী। ঠি...

তৃণমূল ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবসে প্রস্তুতি সভা করলেন ২৩নং ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ

Image
আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। তার আগে রাজ্যজুড়ে প্রস্তুতি বৈঠক শুরু করে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।সোমবার ২৩নং ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আয়োজিত হল ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি পর্ব সভা। নেতৃত্ব দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ দাস। বড় বাজার তারা সুন্দরী পার্কে সন্নিকটে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, প্রিয়দশিনী ঘোষ, পবন শর্মা, সন্দীপ সিং, দীপক নিগালিয়া, সহ বিশিষ্ট মানুষ জনেরা। তবে এই মঞ্চে থেকে আগামী ২৮ ই আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ হতে চলেছে। সেই সমাবেশে সবাই কে যাবার আহ্বান জেনালেন কনিষ্ঠ নেতা সৌরভ দাস।

রবিবার আন্ত:রাষ্ট্রীয় ব্রাক্ষণ মহাসংঘ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ এর মাধ্যমে জরুরি অবস্থায় জীবন বাঁচানো, ক্যান্সার বা রক্তাল্পতার মতো রোগে আক্রান্তদের সাহায্য করা, এবং নির্দিষ্ট স্বাস্থ্যগত সুবিধা লাভ করা যায়। একটি একক রক্তদান একাধিক জীবন বাঁচাতে পারে, কারণ একজন দাতার থেকে প্রাপ্ত রক্ত তিনটি ভিন্ন জীবন রক্ষাকারী উপাদানে (যেমন লোহিত রক্তকণিকা, প্লাজমা ও প্লেটলেট) বিভক্ত করা যায়। এটি একটি মহৎ এবং মানবিক কাজ যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার আন্ত: রাষ্ট্রীয় ব্রাক্ষণ মহাসংঘ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। সহযোগিতায় জোড়াবাগান উন্নয়ন পরিষদ, নিমতোলা উন্নয়ন পরিষদ ও জোড়াবাগান মহিলা উন্নয়ন পরিষদ। অনুষ্ঠানটি আয়োজন হয় ১৮৭ মহর্ষি দেবেন্দ্র রোডে। অনুষ্ঠানে আহ্বাক অমিত মিশ্রা ও রচনা অমিত মিশ্রা। বহু মানুষ এই ক্যাম্পে রক্তদান করেন। রক্তদান মহৎদান। তাই এই সামাজিক কাজটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। মানুষের উপকারে জন্য। ঠিক তেমনি এখানেও হয়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, বাবুন ব্যানার্জী, পৌরপিতা বিজয় উপপাধ্যায়, এছাড়াও ছিল বিশিষ্ট মানুষজনেরা।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে কসবা আদ্যা কালী মাতার মন্দিরে ধুমধাম করে পুজো হল

Image
শুক্রবার কৌশিকি অমাবস্যা উপলক্ষে কসবা আদ্যা কালী মাতার মন্দিরে সারম্বরে সাথে ধুমধাম করে পুজো হল। ১১০ বি, বি, চ্যাটার্জি রোড কলকাতা ৭০০৪২। এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মন্দিরে পুজো দিলো এই দিন। প্রতি বছর এই ভাবেই পুজো হয়ে আসছে এই মন্দিরে। ভক্তরা বলেন যে যার মনোস্কামনা নিয়ে এসে এখানে পুজো দিলে তাঁদের মনোস্কামনা পূরণ হয়। তাই এলাকার মানুষের কাছে অতি জগতো এই মন্দির হয়ে উঠেছে। এই দিন বহু মানুষ দাঁড়িয়ে থেকে পুজো দেয় । এবং পাশাপাশি ভক্তরা ভোগও নেন তারা।তবে এই মন্দিরে চেয়ারম্যান পৌরপিতা বিজনলাল মুখার্জী, প্রেসিডেন্ট রানা বসু, সভাপতি টুডু ব্যানার্জী।

দেশের বিরোধী দল মুছে দিতে চাইছে মোদী, কিন্তু ওতো সহজ নয়, দিদি কে টলানো বলেন মনমোহিনী বিশ্বাস

Image
আমাদের পাড়া আমাদের সমাধান।আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে এই ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। যাতে এলাকার মানুষের দাবী অনুযায়ী বিভিন্ন উন্নয়ন হবে ওই টাকায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা দক্ষিণ পঞ্চগ্রাম,৩নং বাসুল ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বুথ নং ১৬৫ তে এরই একটি ক্যাম্পে আয়োজন হয়। তার পাশাপাশি চলছে দুয়ারে সরকারে ক্যাম্প। তবে এই দিন এই ক্যাম্পের মধ্যে দিয়ে অঞ্চলে মানুষের জন্য কি কি প্রয়োজন রাস্তা ঘাট, ড্রেন,কল, স্কুল, এছাড়াও আর কি প্রয়োজন সব কিছু নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ভিডিও অধিকারিক, বিধায়ক পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেসে নেত্রী মনমোহিনী বিশ্বাস, এছাড়াও ছিল দলীয় কর্মীরা। তবে এই দিনের সংবাদ মাধ্যম কে তৃণমূল কংগ্রেসে একজন বিসস্থ কর্মী মনমোহিনী বিশ্বাস বলেন দেশের প্রধান মন্ত্রী একজন পাগলা। এদের কাজ নেই, সারাক্ষন জাত পাদের মধ্যে দাঙ্গা লাগানো কাজ করে থাকে। এবং বিরোধী দল কে ভারতবর্ষ থেকে মুছে দিতে চাইছে, কিন্তু সেটা এতো সহজ নয়। বাংলার দিদি কে টলানো মু...

শারদ উৎসবের শুভ সূচনার সাথে সাথে এক নতুন ইতিহাস গড়ল লালাবাগান সার্বজনীন দূর্গাপূজা কমিটি বেদুইন ক্লাব

Image
বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যা শুধুমাত্র বাংলায় নয়, ছড়িয়ে গেছে বিশ্বের দরবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতার পূজা এক অন্যরকম মাত্রা পেয়েছে। ছোট বড় সমস্ত পুজো উদ্যোক্তারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাচ্ছে আর্থিক সহযোগিতা। যার ফলে পূজো উদ্যোক্তাদের পুজো করার উদ্যোগ আরো বেড়ে গেছে। সেই মতন ঐতিহ্যের সাবেকিয়ানায় ৭৬ তম বর্ষে পদার্পণ করলো লালা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি বেদুইন ক্লাব প্রতিবছর সাবেকিয়ানার ছোঁয়ায় যেমন নজির গড়ে থাকে এ বছরও তার কোন ব্যতিক্রম রাখবেনা তাই পুরনো দিনের সাবেকি আনার ছোঁয়ার পুজো দেখতে হলে অবশ্যই আসতে হবে বেদুইন ক্লাবের পুজো কমিটিতে। স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে ১৫ ই আগস্ট এর সকালে খুঁটি পূজার মধ্যে দিয়ে কমিটির সকল প্রবীণ এবং নবীন সদস্যদের উপস্থিতিতে তাঁরা তাদের এ বছরের শারদ উৎসবের শুভ সূচনা সেরে ফেললেন। তারা শুধু মূর্তি পূজার মধ্যে দিয়ে থেমে থাকে নি স্বাধীনতার পূর্ণ লগ্নে তাদের ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষের কথা ভেবে কলকাতায় বোধহয় এই প্রথম কোনো ক্লাবে চিকিৎসক বসবে যেখানে সপ্তাহে দুদিন চ...

৮০নং ওয়ার্ডে কাউন্সিলার আনোয়ার খান একজন তোলাবাজ এমনটা বলেন বিজেপি নেতা লক্ষী সিং

Image
কলকাতা: এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সূত্রের খবর, বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি, ভোটের আগে নতুন রাজ্য় সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এদিকে এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ভিন রাজ্য়ে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ নানা ইস্য়ুকে সামনে রেখে যখন বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। তখন পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপিও। সোমবার, সংসদে একাধিক বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সূত্রের খবর বৈঠকে তিনি বলেন, এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সাংগঠনিকভাবে সাহায্য় করতে হবে। পাশাপাশি, ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়েও দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, এছাড়াও তিনি বলে...

২০ নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উদ্যোগে খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

Image
মাননীয় মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় বেশ কয়েক বছর ধরে খেলা দিবস পালিত হচ্ছে। তাই এই দিনটি কে কেন্দ্র করে মহেশতোলা ২০নং ওয়ার্ডে আঁকড়া কৃষ্ণনগর চালতা তোলা মোড়ে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা আয়োজিত হল শুক্রবার। পরিচালনায় পৌরমাতা শুভ্রা চক্রবর্তী। এই দিন ছোট বড় সমস্ত মহিলারা অংশগ্রহণ করে এই খেলাতে। তবে দেখা গেছে একটি ৬৫ বছরে বিদ্ধামাতা এই খেলাতে অংশগ্রহণ করতে যা ছিল এই প্রতিযোগিতার এক বিশেষ চমক। তবে অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা গেছে ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী কে। এছাড়াও ছিল দলীয় কর্মীরা। তবে এই প্রতিযোগিতায় পুরস্কার ছিল বিশেষ আকর্ষনীয়।

ডে এন্ড ডুবে পরিবারের উদ্যোগে আয়োজিত হল শ্রাবন মাস উপলক্ষে পূর্ণার্থীদের জন্য সেবা ক্যাম্প

Image
স্বেচ্ছাসেবী কাজ বলতে সাধারণত স্বার্থহীন কাজকে বোঝায় যা একজন ব্যক্তি বা গোষ্ঠী কোনো আর্থিক বা সামাজিক লাভের জন্য করে না, "একজন ব্যক্তি বা দল বা সংস্থার সুবিধাৰ্থে করে"।[১][২] স্বেচ্ছাসেবী কাজ দক্ষতা বিকাশের জন্যও অতি পরিচিত এবং প্রায়ই সৎকর্ম প্রচার অথবা মানুষের জীবনমান উন্নত করার উদ্দেশ্যে করা হয়। স্বেচ্ছাসেবী কাজ, স্বেচ্ছাসেবক সেই সাথে ব্যক্তি বা গোষ্ঠী উভয়ের জন্য সুবিধাজনক হতে পারে।[২] এটি সম্ভাব্য কর্মসংস্থানের জন্য যোগাযোগ তৈরি করতেও করা হয়। অনেক স্বেচ্ছাসেবক তাদের কাজের ক্ষেত্র গুলোতে বিশেষভাবে প্রশিক্ষিত, যেমন চিকিৎসাশাস্ত্র, শিক্ষা বা জরুরি উদ্ধারকার্য। অন্যরা প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করে, যেমন একটি প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়া হিসাবে। জনসাধারণের সেবা যেকোনো সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। মানুষ সামাজিক প্রাণী এবং আমাদের জীবনকে পরিপূর্ণ রাখার জন্য আমাদের চারপাশের মানুষের সাথে যোগাযোগ করা প্রয়োজন। সমাজসেবা মানুষকে একত্রিত করে এবং একটি সাধারণ উদ্দেশ্যে তাদের সম্পৃক্ত করে এবং মানুষকে কেবল নিজের জন্য বাঁচতে এবং কেবল তাদের চাহিদা পূরণ করতে নয়, করুণা সম্পর্...

বাবা শিবের আরোধনায় মাতলেন সমাজসেবী লক্ষী সিং

Image
তিনি দেবাদিদেব মহাদেব (Lord Shiva)। ত্রিলোকনাথ পরমেশ। তাঁর চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। বেদব্যাসের ‘বৃহৎ শিবপুরাণ’-এ (অনুবাদ: কালীপ্রসন্ন বিদ্যারত্ন) রয়েছে- ‘শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই। শ্রীশিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই।।’ এই শিবই শস্যশ্যামল বাংলার বুকে স্ফীত পেট, গোঁফদাড়িময় ভোলানাথ। বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে। কিন্তু সে প্রসঙ্গ পরে। সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য। কিন্তু পুরাণমতে তাঁর আবির্ভাব কবে? বিশ্বপতি তিনি। সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কীভাবে? ‘বৃহৎ শিবপুরাণ’ অনুযায়ী ‘কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম। কল্পে কল্পে হয় সর্ব বিশ্বের সৃজন। এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর। সংহার করেন পুনঃ দেবাদেব হর।’ অর্থাৎ ত্রিদেবের (ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর) মধ্যে প্রাচীনতম শিবই। তিনিই বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ তেমনই বলছে। তিনি আসলে স্বয়ম্ভূ। তাঁকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না, তিনি ছিলেন। আবার যখন সব ধ্বংস হয়ে যাবে, তখনও থেকে যাবেন তিনিই। ' কীভাবে হয়েছিল শিবের জন্ম? জানুন পুরাণে বর্ণিত দেবাদিদেবের লীলারহস্য তিন...

রবিবার শ্রেষ্ঠা পার্মার্থ সেবা সংঘ কলকাতা ২ উদ্যোগে আয়োজিত হল শ্রাবন মাসে শিব পুজো উপলক্ষে ভোগ বিতরণ

Image
শ্রাবণ মাস শিবপূজার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনোষ্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস হিসেবে ধরা হয় এবং এই মাসে তাঁর পূজা করলে তিনি সন্তুষ্ট হন। শিবের প্রিয় মাস: শ্রাবণ মাস শিবের খুব প্রিয় মাস। এই মাসে শিবের পূজা করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের মনোষ্কামনা পূরণ করেন। সমুদ্র মন্থন: শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন, তাই এই মাসটি তাঁর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তদের কাছে আসা: শ্রাবণ মাসে শিব ভক্তদের কাছে আসেন বলে বিশ্বাস করা হয়, তাই এই মাসে তাঁর পূজা করলে ভক্তরা তাঁর সান্নিধ্য লাভ করেন। উপবাস ও পূজা: অনেক ভক্ত শ্রাবণ মাসে সোমবার উপবাস করেন এবং শিবের পূজা করেন। এই উপবাসে দুধ, বেলপাতা, ফুল, ফল ইত্যাদি দিয়ে শিবলিঙ্গের পূজা করা হয়। আধ্যাত্মিক উন্নতি: শ্রাবণ মাসে শিব পূজা করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং মনের শান্তি ও একাগ্রতা বাড়ে। বিশেষ ফল লাভ: শ্রাবণ মাসে শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং জীবনে আসা বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। দান ও পুণ্য...