শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী উদ্যোগে আয়োজিত হল গণেশ চতুর্দশী আরাধনা
গণেশ চতুর্থী ২০২৫ সালের তিথি ২৬ অগস্ট থেকে শুরু হচ্ছে। তবে উদয়া তিথি অনুসারে এই বিশেষ পুজো ২৭ অগস্ট আয়োজিত হবে।
দেশের উৎসবের মরশুমে এবার আগমন গণপতি বাপ্পার! দেশের নানান প্রান্ত বিঘ্নহর্তার আরাধনায় মাতোয়ারা হওয়ার অপেক্ষায় রয়েছে। ভাদ্রের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে চতুর্দশী তিথি পর্যন্ত চলে গণপতির বিশেষ আরাধনা। এবার ২০২৫ সালের গণেশ চতুর্থীর তিথি আজ ২৬ অগস্ট থেকে পড়ে গিয়েছে। আর তিথি শেষ হচ্ছে ২৭ অগস্ট। ধর্মমতে, উদয়া তিথি অনুসারে, দেশ জুড়ে বুধবার পালিত হবে গণেশ চতুর্থী। রইল গণেশ চতুর্থীর তিথি। গণেশ চতুর্থীর তিথি ২০২৫ সালে শুরু হচ্ছে ২৬ অগস্ট ২০২৫। ২৬ অগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার দুপুর ১ টা ৫৪ মিনিটে এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। ২৭ অগস্ট ৩ টে ৪৪ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। গণেশের পুজোর বিশেষ মুহূর্ত ২৭ অগস্ট বেলা ১১ টা ০৫ থেকে শুরু হবে।
জ্যোতিষ তথ্য বলছে, কলকাতায় এই পুজোর বিশেষ সময়কাল ২৭ অগস্ট ২০২৫ সালে বেলা ১০ টা ২২ মিনিট থেকে শুরু হচ্ছে, আর তা শেষ হবে বেলা ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত। বুধবার সারা দেশজুড়ে পালিত হল শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক গণেশ চতুর্দশী। ঠিক তেমনি শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলী উদ্যোগে আয়োজিত হল গণেশ চতুর্থী। সারাদিন দিন ধরে চল বিশিষ্ট মানুষজনেদের আপায়ন । প্রসাদ খাওয়া ও আরও অনেক কিছু। প্রতি বছরে মত এবছরও ধুমধাম করে পালিত হল তাঁদের এই গণেশ আরাধনা । অনুষ্ঠানে উদ্যোগে রয়েছে সজ্জন কুমার শর্মা, সুশীল কোঠারি, রাজেন্দ্র কোঠারি, জানারদন আগোয়াল সহ আরও অনেকে। তবে এই সংস্থা সারা বছর মানুষের সেবা জন্য বিভিন্ন ধরনের সামাজিক মূলক কাজ করে থাকেন এমনটাই বলেন সমাজসেবী সজ্জন কুমার শর্মা।
Comments