৮০নং ওয়ার্ডে কাউন্সিলার আনোয়ার খান একজন তোলাবাজ এমনটা বলেন বিজেপি নেতা লক্ষী সিং

কলকাতা: এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সূত্রের খবর, বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি, ভোটের আগে নতুন রাজ্য় সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এদিকে এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ভিন রাজ্য়ে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ নানা ইস্য়ুকে সামনে রেখে যখন বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। তখন পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপিও। সোমবার, সংসদে একাধিক বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সূত্রের খবর বৈঠকে তিনি বলেন,
এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সাংগঠনিকভাবে সাহায্য় করতে হবে। পাশাপাশি, ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়েও দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, এছাড়াও তিনি বলেন, কোথাও কোনও ভুয়ো ভোটার রয়েছে কিনা, কোনও বাংলাদেশের নাগরিকের খোঁজ মিলছে কিনা, সেই সব তথ্য় যেন নেতা-কর্মীদের কাছে অবশ্য়ই থাকে।ভোটের আগে নতুন রাজ্য় সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্ব চায়, আগামী বিধানসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হতে পারেন, তাঁদের সাংগঠনিক দায়িত্ব থেকে মুক্ত করা হোক। যাতে নিজের এলাকায় জনসংযোগের সুযোগ পান তারা। এই মুহূর্তে রাজ্য় সম্পাদকমণ্ডলীতে রয়েছেন লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্য়ায়, জ্য়োতির্ময় সিং মাহাতো এবং দীপক বর্মন। বিজেপি সূত্রে খবর, এই নেতা-নেত্রীদের অনেকেই বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। ফলে, এদের সবাইকে এই পদ থেকে অব্য়াহতি দেওয়া হলে, কেন্দ্রীয় নেতৃত্বের ৫০%-এর বেশি পাল্টানো যাবে না, এই নিয়ম মানা সম্ভব হবে না। সূত্রের খবর, এক্ষেত্রে অমিত শাহ জানিয়েছেন, যদি উপযুক্ত বিকল্প মুখ খুঁজে পাওয়া যায়, তবেই এঁদের রাজ্য় সম্পাদকমণ্ডলীর পদ থেকে মুক্ত করা যাবে। সংগঠন সাজানোর কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
২০২৬ শে আমরা আসছি, তাই খুব সাবধান তৃণমূলে ২০১১ স্লোগান ছিল বদলা নয় বদল চাই, কিন্তু আমরা বলবো বদলা চাই। কারণ আমাদের ছেলে পুলেদের ওপর যে অত্যাচার করছে এ সরকার। আমরা এলে তা বুঝে নেবো। এমনটাই বলেন বিজেপি একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী। রবিবার তারাতোলা থানার সন্নিকটে একটি জনসভার আয়োজিত হয় সেই সভা থেকেই এমনটাই হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি তাবড় তাবড় নেতারা রাকেশ সিং, সজল ঘোষ, অনিল সিং, লক্ষী সিং, এছাড়াও ছিল বিশিষ্ট জনেরা। তবে এই মঞ্চে থেকে বিজেপি আরও এক নেতা লক্ষী সিং তিনি ৮০ নং ওয়ার্ডে কাউন্সিলার আনোয়ার খানরে বিরুদ্ধে তোব রেখে বলেন আনোয়ার খান একজন চোর চাটা নেতা। এই ওয়ার্ডে তোলাবাজি করে। এলাকার কোনো উন্নয়ন নেই। নামে কাউন্সিলার। গাড়ি পার্কিং এ জন মাথা পিছু মানুষের কাছে থেকে টাকা নেয়। ভাষা কোনো ঠিক নেই। আমাদের বিজেপি কার্যকর্তাদের কুত্তা বলে গালাগালি করেছে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব