২০ নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উদ্যোগে খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
মাননীয় মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় বেশ কয়েক বছর ধরে খেলা দিবস পালিত হচ্ছে। তাই এই দিনটি কে কেন্দ্র করে মহেশতোলা ২০নং ওয়ার্ডে আঁকড়া কৃষ্ণনগর চালতা তোলা মোড়ে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা আয়োজিত হল শুক্রবার। পরিচালনায় পৌরমাতা শুভ্রা চক্রবর্তী। এই দিন ছোট বড় সমস্ত মহিলারা অংশগ্রহণ করে এই খেলাতে। তবে দেখা গেছে একটি ৬৫ বছরে বিদ্ধামাতা এই খেলাতে  অংশগ্রহণ করতে যা ছিল  এই প্রতিযোগিতার এক বিশেষ চমক। তবে অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা গেছে ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী কে। এছাড়াও ছিল দলীয় কর্মীরা। তবে এই প্রতিযোগিতায় পুরস্কার ছিল বিশেষ আকর্ষনীয়।

Comments