দেশের বিরোধী দল মুছে দিতে চাইছে মোদী, কিন্তু ওতো সহজ নয়, দিদি কে টলানো বলেন মনমোহিনী বিশ্বাস
আমাদের পাড়া আমাদের সমাধান।আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে এই ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। যাতে এলাকার মানুষের দাবী অনুযায়ী বিভিন্ন উন্নয়ন হবে ওই টাকায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা দক্ষিণ পঞ্চগ্রাম,৩নং বাসুল ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বুথ নং ১৬৫ তে এরই একটি ক্যাম্পে আয়োজন হয়। তার পাশাপাশি  চলছে দুয়ারে সরকারে ক্যাম্প। 
তবে এই দিন এই ক্যাম্পের মধ্যে দিয়ে অঞ্চলে মানুষের জন্য কি কি প্রয়োজন রাস্তা ঘাট, ড্রেন,কল, স্কুল, এছাড়াও আর কি প্রয়োজন সব কিছু নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ভিডিও অধিকারিক, বিধায়ক পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেসে নেত্রী মনমোহিনী বিশ্বাস, এছাড়াও ছিল দলীয় কর্মীরা। তবে এই দিনের সংবাদ মাধ্যম কে তৃণমূল কংগ্রেসে একজন বিসস্থ কর্মী মনমোহিনী বিশ্বাস বলেন দেশের প্রধান মন্ত্রী একজন পাগলা। এদের কাজ নেই,
সারাক্ষন জাত পাদের মধ্যে দাঙ্গা লাগানো কাজ করে থাকে। এবং বিরোধী দল কে ভারতবর্ষ থেকে মুছে দিতে চাইছে, কিন্তু সেটা এতো সহজ নয়। বাংলার দিদি কে টলানো মুখের কথা নয়।


Comments