কৌশিকী অমাবস্যা উপলক্ষে কসবা আদ্যা কালী মাতার মন্দিরে ধুমধাম করে পুজো হল
শুক্রবার কৌশিকি অমাবস্যা উপলক্ষে কসবা আদ্যা কালী মাতার মন্দিরে সারম্বরে সাথে ধুমধাম করে পুজো হল। ১১০ বি, বি, চ্যাটার্জি রোড কলকাতা ৭০০৪২। এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মন্দিরে পুজো দিলো এই দিন। প্রতি বছর এই ভাবেই পুজো হয়ে আসছে এই মন্দিরে। ভক্তরা বলেন যে যার মনোস্কামনা নিয়ে এসে এখানে পুজো দিলে তাঁদের মনোস্কামনা পূরণ হয়। তাই এলাকার মানুষের কাছে অতি জগতো এই মন্দির হয়ে উঠেছে। এই দিন বহু মানুষ দাঁড়িয়ে থেকে পুজো দেয় । এবং পাশাপাশি ভক্তরা ভোগও নেন তারা।তবে এই মন্দিরে চেয়ারম্যান পৌরপিতা বিজনলাল মুখার্জী, প্রেসিডেন্ট রানা বসু, সভাপতি টুডু ব্যানার্জী।
Comments