রবিবার আন্ত:রাষ্ট্রীয় ব্রাক্ষণ মহাসংঘ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ এর মাধ্যমে জরুরি অবস্থায় জীবন বাঁচানো, ক্যান্সার বা রক্তাল্পতার মতো রোগে আক্রান্তদের সাহায্য করা, এবং নির্দিষ্ট স্বাস্থ্যগত সুবিধা লাভ করা যায়। একটি একক রক্তদান একাধিক জীবন বাঁচাতে পারে, কারণ একজন দাতার থেকে প্রাপ্ত রক্ত তিনটি ভিন্ন জীবন রক্ষাকারী উপাদানে (যেমন লোহিত রক্তকণিকা, প্লাজমা ও প্লেটলেট) বিভক্ত করা যায়। এটি একটি মহৎ এবং মানবিক কাজ যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার আন্ত: রাষ্ট্রীয় ব্রাক্ষণ মহাসংঘ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। সহযোগিতায় জোড়াবাগান উন্নয়ন পরিষদ, নিমতোলা উন্নয়ন পরিষদ ও জোড়াবাগান মহিলা উন্নয়ন পরিষদ। অনুষ্ঠানটি আয়োজন হয় ১৮৭ মহর্ষি দেবেন্দ্র রোডে। অনুষ্ঠানে আহ্বাক অমিত মিশ্রা ও রচনা অমিত মিশ্রা। বহু মানুষ এই ক্যাম্পে রক্তদান করেন। রক্তদান মহৎদান। তাই এই সামাজিক কাজটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। মানুষের উপকারে জন্য। ঠিক তেমনি এখানেও হয়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, বাবুন ব্যানার্জী, পৌরপিতা বিজয় উপপাধ্যায়, এছাড়াও ছিল বিশিষ্ট মানুষজনেরা।
Comments