Posts

Showing posts from April, 2024

তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জী সমর্থনে ১৯নং ওয়ার্ডে কর্মী সভা

Image
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। তাই বিভিন্ন জায়গায় প্রচার চলছে জোর কোদমে। কোথাও মিছিল কোথাও কর্মী সভা। প্রচারে ফাঁক রাখছে না শাসক ও বিরোধীরা।মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে মহেশতলা পৌরসভা ১৯নং ওয়ার্ডে তাজভিলা সন্নিকটে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই সভার আহ্বায়ক মহেশতলা পৌরসভা উপ পৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা।তবে সভাতে উপস্থিত ছিলেন পৌরপিতা শুভ নাগ চৌধুরী, জনাব সানোয়ার মোল্লা, রাজিয়া খাতুন, সভাপতি বিশ্বজিৎ নাথ, শচিব প্রদীপ নস্কর, বিষ্ঠুপদ সরদার, সুবোধ গায়েন,মহিলা নেত্রী পাপিয়া বৈরাগী, জিৎ নাথ, মুস্তাকিন হাজি সাহেব, মিন্টু শেখ সহ্য আরও অনেকে।

প্রয়াত ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষদের খাবার ও অটোয়ালাদের জল বিতরণ

Image
ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে প্রতিবারে মতো এবারেও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থা। এই সংস্থার উদ্যোগে কখনও বিদ্ধাশ্রম, আবার কখনও গরীবদের জন্য খাবার ও বস্ত্র বিতরণ করে থাকে তারা । সমাজের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা যায় এদের কে। ঠিক তেমনি সোমবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে সদস্য চন্দ্রা দাসের প্রয়াত কন্যা ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে এই দিন বেহালা থানার সন্নিকটে অটো স্ট্যান্ডে সমস্ত অটোয়ালাদের জল, ওয়ারেশ, টায়েল দেওয়া হয়। এছাড়াও তার পাশাপাশি দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করেন তারা। সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী ও চন্দ্রা দাস বলেন ঋত্বিকা সব সময় চাইতো সমাজে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে। তাই আজ সে নেই কিন্তু আমরা তার কথা মাথায় রেখে তার জন্মদিন উপলক্ষে এই কাজ আমরা করছি।

সায়নী ডান্স ওয়ার্ল্ড এ বার্ষিক অনুষ্ঠান হল মোহিত মঞ্চে

Image
সায়নী ডান্স ওয়ার্ল্ড নৃত্য প্রশিক্ষন স্কুলের পরিচালনায় মোহিত মঞ্চ অডিটোরিয়ামে একটি আনুয়াল নৃত্য অনুষ্ঠান আয়োজিত হল। যেখানে ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি ছিল দেখার মতো। সায়নী ডান্স ওয়ার্ল্ড এ কর্ণধার সায়নী ব্যানার্জী জানান আমার এখানে শুধু ছোটরা নয় বড় ছোট প্রত্যেকেই খুবই আনন্দে মধ্যে দিয়ে সবাই ক্লাস করে। তিনি আরও বলেন আমি শুরু করে ছিলাম খুব ছোট কিছু নিয়ে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছি। আগামী দিন যাতে আরও বড় করতে পারি সেই চিন্তা ভাবনাই আমরা করছি।

তৃণমূল কংগ্রেসে প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে ২৫নং ওয়ার্ডের আয়োজিত একটি কর্মী সভা

Image
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে মহেশতলা পৌরসভা ২৫নং ওয়ার্ডের আয়োজিত হল একটি কর্মী সভা। যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শুভ্রজিৎ কিশোর নাগ চৌধুরী, পৌরপিতা সেখ রেজাউল হক এছাড়াও উপস্থিত ছিলেন দলের সমস্ত কর্মীবৃন্দরা।তবে এই দিন এই কর্মী সভার মধ্যে দিয়ে ২৫নং ওয়ার্ডে পৌরপিতা সেখ রেজাউল হক বলেন এই ওয়ার্ডে সমস্ত মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সাথে ছিল ও আগামী দিন দিনেও থাকবে। কারণ আমরা তার কাছে যা চেয়েছি আমাদের তাই দিয়েছে। তাই ২৫নং ওয়ার্ডে মানুষ তৈরী আছে আগামী ১লা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুই হাত ভরে ভোট দিয়ে জয়ী করার জন্য।
Image
Mamata Didi allowed atrocities against women in Sandeshkhali for vote bank: Amit Shah The campaign for the second phase of Lok Sabha elections is at its peak. The series of public meetings and roadshows by the BJP's star campaigner Amit Shah continue unabated. Shah is thoroughly engaged in connecting with the public through multiple roadshows and public meetings in two to three states throughout a day. Senior BJP leader Amit Shah, during the second phase of Lok Sabha election campaign, in Raiganj, West Bengal, while targeting Mamata Banerjee clearly stated that, 'In Sandeshkhali, Mamata Didi allowed atrocities against women due to her greed for the vote bank.' The people of Bengal are aware that the Mamata government conspired to protect criminals in Sandeshkhali for a long time. Despite being a woman Chief Minister, the Mamata government insulted the women power- ‘Nari Shakti’ of Sandeshkhali and continued to politicise such shameful incidents. Women in Bengal have see...
Image
BJP made Narendra Modi ji, someone from backward class, the PM; Modi ji appointed 35% backward and extremely backward MPs as ministers: Amit Shah Amidst the heated atmosphere of Lok Sabha elections, Union Home and Cooperation Minister and senior Bharatiya Janata Party leader Amit Shah is holding back-to-back public meetings and road shows. Shah has entered the field with full preparations to ensure the victory of the Bharatiya Janata Party and make Narendra Modi the Prime Minister of the country for the third time. In this connection, Amit Shah addressed a huge public meeting in Katihar, Bihar. In which he said, 'BJP made Narendra Modi ji of extremely backward caste the Prime Minister, Modi ji has made 35 percent backward and extremely backward MPs ministers. After becoming Prime Minister, Modi worked to give constitutional status to the OBC Commission. Further,27% reservation has been provided to the OBC community in all the services of the central government. Whereas, on the ot...

রবিবার ফেস বুক সর্বভারতীয় গ্রুপ সুস্বাদের একটি অফলাইন কনটেস্ট আয়োজিত হল

Image
রবিবার ফেস বুক সর্বভারতীয় গ্রুপ সুস্বাদের একটি অফলাইন কনটেস্ট আয়োজিত হল । কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় কুড়ি জন প্রতিযোগী " বাঙালিয়ানা নতুন রূপে " এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্লাব ড্রিম ক্যাচার এই প্রতিযোগিতায় অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়ে ছিল । ক্যাচ মশলা, নেসলে ইন্ডিয়া 'র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অন্যান্য স্পন্সর রা হলেন হোম ওয়ার্ক, ফার্ম টু হোম শপ , প্রতিভা প্রকাশনী , মিডিয়া পার্টনার Hello Kolkata, Lions Club of Kolkata Magnates ।

45 নং ওয়ার্ড নাগরিক বিন্ধ উদ্যোগে আয়োজিত হল রামনবমী জুলুস

Image
নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়। তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। বুধবার দেশ জুড়ে পালিত হল এই তিথি উপলক্ষে রাম নবমী উৎসব। ঠিক তেমনি ২২ক্যানিং স্ট্রিট সন্নিকটে ৪৫নং ওয়ার্ড নাগরিক বিন্ধ এ উদ্যোগে আয়োজিত হল রামনবমী উপলক্ষে একটি জুলুস। বহু সাধারণ মানুষ আনন্দে মধ্যে এই জুলুসে সামিল হতে দেখা যায় এই দিন। এখানে উপস্থিত ছিলেন পাওয়ান পাণ্ডে,কুশল পাণ্ডে, কামালজিৎ পান্ডে, প্রিন্স ঝা সহ আরও অনেকে।
Image
No matter the attempts, we will not let Manipur break apart: Union Home Minister Amit Shah Union Home Minister and Minister of Cooperation Amit Shah, engaged in preparations to secure a resounding victory in the Lok Sabha elections and to make Modi the Prime Minister for the third time, has been addressing public rallies across the country. Amit Shah, while addressing a massive public gathering in Imphal, Manipur, targeted the opposition, which repeatedly conspires to set Manipur on fire. Shah conveyed the message of safeguarding the unity and integrity of the country, saying, "No matter how much force is applied, we will not let Manipur break apart." History bears witness that Congress divided India into two pieces. For decades after independence, Congress ruled the country. But they separated the entire Northeast from the rest of the country. For years, the Northeast endured separatism, extremism, poverty, hunger, and ethnic violence. It is the same Congress that now ta...

সোমবার রিসিং কস্মস স্পোটিং ক্লাব ও মিল্লাত হুসাইন কমিটি উদ্যোগে ঈদ মিলন উৎসব

Image
সোমবার রিসিং কস্মস স্পোর্টিং ক্লাব ও মিল্লাত হুসাইন কমিটি পরিচালনায় আয়োজিত হল ঈদ মিলন অনুষ্ঠান।১১৫, কলিং স্ট্রিট এ সন্নিকটে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল অতিথিদের আপায়ন খাওয়া দাওয়া। তবে এই দিন এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে মৌথাই বক্সসিনের চ্যাম্পিয়ন তাহেরা পারভেজ কে সুন্দর একটি গিফট তুলে দেন বিধায়ক স্বর্নকোমল সাহা। এছাড়াও ছোট ছোট বাচ্ছাদের হাতে গিফট দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্নকোমল সাহা, পৌরপিতা সন্দীপন সাহা, পৌরমাতা সোহিনী মুখার্জী, অর্পণ সাহা, হান্নান খান, আফতাব আলম, শাহানুর জামান চৌধুরী, নূষধ আলাম, মাহতাব আলম, সাজ্জাদ আলী ওরফে সুরাজ, গুলাম ফরিদ, নজরুল, হাজির খালিদ, হাজির আব্বাস আহমেদ সহ্য আরও অনেক।
Image
Leftists have left Tripura empty-handed in the name of development: Amit Shah Union Home Minister and Minister of Cooperation Amit Shah is continuously holding public rallies to strengthen the Bharatiya Janata Party's presence among the people as the fervour of the Lok Sabha elections have intensified. addressing a massive public gathering in Tripura's East Lok Sabha constituency, Amit Shah targetted the Leftists, saying, "The Leftists have left Tripura empty-handed in the name of development." For nearly 25 years, the Leftists ruled here. The Leftist cadre here was so dominant that the voice of the common people was suppressed for years. They were intimidated and threatened. But in 2018, the duo of Modi and Shah paved the way for peace here. As a result, today Tripura is advancing on the path of development. It is the effect of the skilled policies of Modi and Shah that there is no place left for the opposition, no place left for the Leftists in Tripura. Amit Sh...

সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষার কেন্দ্র, ফিউচার শুভ উদ্ভোধন হল রবিবার

Image
আঁকড়া কৃষ্ণনগর ভ্রাতৃ সংঘ, ভ্রাতৃ সংঘ রুৱ্যাল লাইব্রেরি ও আঁকড়া উৎসব পরিবারের মিলিত উদ্যোগে সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষন কেন্দ্র শুভ উদ্ভোধন হল রবিবার। কোচিং সেন্টারটি নাম ফিউচার।Ssc, upsc, rail, banking সহ আরও অন্যান্য বিষয় পড়ানো হবে এই কোচিং সেন্টারে। তবে পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে। ছাত্র ছাত্রীরা জানান এই সেন্টার খোলার পর অনেকেই খুবই উপকৃত। গরীব দুঃস্থ ঘরে ছেলে মেয়েরা যারা পয়সার খরচে পড়াশোনা করতে পারে না। তাঁদের জন্যই এই উদ্যোগ এমনটাই জানালেন এখানকার সম্পাদক তাপস চক্রবর্তী। তবে এই দিন ভ্রাতৃ সংঘ রুৱ্যাল লাইব্রেরি ক্লাবের সম্পাদক তাপস চক্রবর্তী হাত দিয়ে শুভ উদ্ভোধন হয় এই সেন্টারে।

রতন ব্যানার্জী রুরার ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত হল বস্ত্র বিতরণ

Image
শুক্রবার রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত হল দুঃস্থ লোকেদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শুধু তাই নয় তার পাশাপাশি ছিল খাবার বিতরণ। রতন ব্যানার্জী জন্মদিন উপলক্ষে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন সংস্থার সমস্ত সদস্যরা। অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই তিনি বলে শুধু আজকের নয় বিভিন্ন সময় দুঃস্থ মানুষদের জন্য আমরা প্রতিদিন খাবার দিই। বস্ত্র বিতরণ করি, সমাজের স্বার্থে সামাজিক মূলক কাজ করে থাকি আমরা।

বৃহস্পতিবার মুশতাক আহমেদ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল জলসেবা

Image
বৃহস্পতিবার পালিত হল পবিত্র ঈদ। আর এই ঈদ কে সামনে রেখে সাম্প্রদায়িকতার উর্দ্ধে চলে ভ্রাতিত্ব মিলন খাওয়া দাওয়া আনন্দ মজা হইহুল। তবে এই দিন ঈদ উপলক্ষে সকালে মুশতাক আহমেদ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল জল সেবা ক্যাম্প। ৫২ নং ওয়ার্ডে ১৫, মির্জা গালিব স্ট্রিট এ সন্নিকটে এই ক্যাম্পের আয়োজন হয়। নামাজ পড়ে আসার পর সাধারণ মানুষের জন্য এই জলসেবা ক্যাম্পের আয়োজন হয়। জল, সরবত, সিমই দেওয়া হয় কয়েক শো সাধারণ মানুষজনকে। তবে এই ক্যাম্পে বিশেষ ভূমিকায় দেখা যায় মাসিউর আহমেদ কামাল ওরফে ডন দা কে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে জল, সরবত দিতে দেখা যায় তাকে। তবে শুধু এই ধরনের সেবা নয়। বিভিন্ন সময় সমাজের স্বার্থে সামাজিকমূলক কাজ করে থাকেন মাসিউর আহমেদ কামাল ও সঞ্জয় গুপ্তা । তবে সমস্ত সাধারণ মানুষকে এই দিন মাসিউর আহমেদ কামাল এবং নূরজাহান বেগম সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন।
Image
Rahul Baba likes Thailand so much that the Congress party put its picture in manifesto: Amit Shah Kolkata: Union Home and Cooperation Minister and star campaigner of the Bharatiya Janata PartyAmit Shah, while addressing massive public meetings in Balurghat, West Bengal, and Aurangabad, Bihar, sarcastically commented on the Congress party's manifesto and stated, "Since Rahul Baba keeps going to Thailand repeatedly to celebrate holidays, the Congress party has put a picture of Thailand in its manifesto." The ‘Thailand picture in Congress Manifesto’ fiasco is enough to show how alert the Congress party is regarding the country. Today, Rahul Gandhi, Mamata Banerjee, and Lalu Prasad Yadav have no concern for the people of Bengal and Bihar, the poor, and the marginalized. Bengal Chief Minister Mamata misguides the people of Bengal regarding the Citizenship Amendment Act, the Congress party, which ruled the Centre for 10 years or the Rashtriya Janata Dal included in the coali...
Image
Despite being a woman chief minister, Mamata Didi is standing with the culprits of Sandeshkhali: Amit Shah Kolkata: Union Home and Cooperation Minister and Bharatiya Janata Party's star campaigner Amit Shah exposed the Mamata government while addressing a huge public meeting in Balurghat, West Bengal. It became clear that there was a conspiracy by the Mamata government to protect the culprits in Sandeshkhali for a long time. Despite being a woman Chief Minister, Mamata government insulted the women power of Sandeshkhali and kept doing politics over such a shameful incident. "For years, atrocities continued right under your nose and when the ED went to arrest TMC goons, they were pelted with stones. To get some votes through appeasement, you are protecting the criminals of Sandeshkhali," he said.. The women of Bengal have seen how the Mamata government is with the accused in the Sandeshkhali incident. This makes it clear that what is the respect for women power in the ey...
Image
Poila Boishakh Gems: Embracing Prosperity with Forevermark Jewellery As we get ready to welcome the auspicious occasion of Poila Boishakh, lets reflect on the very essence of this day. Known for symbolizing new beginnings and prosperity, this festival is associated with people coming together to celebrate traditions and values, and reflect on the past year and make plans for the future. This is a festival of harmony, unity, and a sense of community. Just like the radiance of a diamond, this day shines with the promise of a bright future and growth. It's a time to cherish the blessings of abundance and wealth that the new year brings in. This Poila Boishakh, make a sparkling entry to the new season of festivities by adorning yourself from among these 5 stunning pieces from the Forevermark Setting Collection. Forevermark Setting Solitaire Pendant This pendant is more than just a piece of jewellery; it's a reflection of a woman's grace and individuality. Crafted with c...
Image
सोमवती अमावस्या पर बडाबजार परमार्थ के तत्वावधान मे विशाल महाप्रसाद बितरण का आयोजन हुआ हजारों-हजार लोगो ने मां प्रसाद ग्रहण किए एव पार्सल भी लोगो को भेजा गया, सभी कार्यकर्ता ने आयोजन मे उपस्थित हुए और अपना अमूल्य समय मां विश्व शान्ति के लिए दिए सभी को बहुत बहुत धन्यावाद, जय मां

উইনস্টারে পক্ষ থেকে আয়োজিত হল নবোকল্লোল এক্সিবিশন

Image
পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে চলছে সেল। মানুষও তেমনি ভিড় করে জিনিস কিনতে ব্যাস্ত। এবার উইনস্টারে পক্ষ থেকে শুরু হল একটি নতুন ধরনের এক্সিবিশন। এক্সিবিশনটি নাম নবোকল্লোল। খুব কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে।৬ ও ৭ এপ্রিল চলছে এই এক্সিবিশন। এই এক্সিবিশনে ঠিকানা দেশপ্রিয় পার্ক সাইবাবা মন্দিরে সংলগ্নে কলকাতা ২৯। প্রথম দিন থেকেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে হাতে গড়া বিভিন্ন জুয়েলারি থাকছে এখানে। তবে এই এক্সিবিশনে কর্ণধারা জানান যারা এখানে জয়েন্ট করতে ইচ্ছুক তারা এখানে সবাই যুক্ত হতে পারে। আমরা সবাইকেই সুযোগ দিই। বছরে বেশ কয়েকবার উইনস্টারে পক্ষ থেকে এই ধরনের এক্সিবিশন করা হয় বলে জানান কর্ণধারা।

শুরু হল বৈশাখী এক্সিবিশন, ৪১ যতীন দাস রোড নেয়ার সাইবাবা মন্দির দেশপ্রিয় পার্ক কলকাতা ২৯

Image
সামনেই আসছে বাংলীর প্ৰিয় পয়লা বৈশাখ ও মুসলিমদের খুশির ঈদ। আর এই ফেস্টিভ্যাল গুলো কে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়া ভুরিভোজ এবং দেদার জামা কাপড় কেনা কাঁটা। তাই এবার এই গুলো কে মাথায় রেখে শুক্রবার থেকে শুরু হল বৈশাখী এক্সিবিশন।চলবে ৮ তারিখ পর্যন্ত। আর এই এক্সিবিশনটি নাম কোয়েলিস্ট বুটিক।কোয়েলী দত্ত এই এক্সিবিশনে থাকছে বিভিন্ন ধরনের কোয়ালিটি জামা কাপড়, মেয়েদের কাপড় থেকে ছেলেদের বিভিন্ন ডিজাইনে জামা কাপড়। এ বছর যেন এক নতুন চমক নিয়ে এল কোয়েলী বুটিক। ৪১ যতীন দাস রোড নেয়ার সাইবাবা মন্দির দেশপ্ৰিয় পার্ক কলকাতা ২৯। খোলা থাকছে সকাল ১১টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত। ফোন নাম্বার 9830131483

কলকাতা মহানগরীতে এই প্রথমবার মানব স্পেস-ফ্লাইট থিম নিয়ে প্রদর্শনী উৎসব আয়োজিত হল

Image
কলকাতা মহানগরীতে এই প্রথমবার মানব স্পেস-ফ্লাইট থিম নিয়ে ইতিমদ্ধে একটা বিস্তৃত প্রোগ্রাম আয়োজিত হয়েছে! "শান্তি এবং বন্ধুত্বের জন্যে মানব স্পেস-ফ্লাইট (Human Spaceflight for Peace and Friendship)" নামে এই প্রোগ্রাম এ সকল কলকাতাবাসী ও তার পার্শবর্তী এলাকা থেকে সকলকে আমরা আমন্ত্রণ জানাই। এই বছর ভারত ও সারা বিশ্ব জুড়ে আমরা উজাপ্পন করছি, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়, উইং কমান্ডার রাকেশ শর্মার মহাকাশ উড়ানের ৪০-তম বার্ষিকী (০৩.০৪.১৯৮৪) এবং মহাকাশে যাওয়া প্রথম মানব এবং রাশিয়ান ইউরি গাগারিনের মহাকাশ উড়ানের ৬৩-তম বার্ষিকী (১২.০৪.১৯৬০) এই উপলক্ষে গোর্কি সদন, কলকাতা, এবং লাইফ-টু এন্ড বিয়ন্ড ফাউন্ডেশন (LIFE-To & Beyond Foundation) সাধারণ জনতার উদেশ্যে একটি বিশাল প্রদর্শনীর আয়োজন করেছে। কিন্তু সাধারণ জনতার জন্য কি কি থাকছে এই প্রদর্শনীতে? আগে কখনো না দেখা ছবিতে রাকেশ শর্মা এবং ইউরি গাগারিন-এর প্রবীণ এতিহাসিক ব্যক্তিত্বের ছবিসমূহ রাখা হয়েছে এই এক্সহিবিশনে, যা ভারতের আর্যভট্ট স্যাটেলাইট থেকে গগনযান মিশন অবধি সকল ইন্দো-রাশিয়ান মহাকাশ সহযোগিতার সমৃদ্ধ ইতিহাস প্রদর্শন করে। কিছু দ...