তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জী সমর্থনে ১৯নং ওয়ার্ডে কর্মী সভা

লোকসভা নির্বাচন দোরগোড়ায়। তাই বিভিন্ন জায়গায় প্রচার চলছে জোর কোদমে। কোথাও মিছিল কোথাও কর্মী সভা। প্রচারে ফাঁক রাখছে না শাসক ও বিরোধীরা।মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে মহেশতলা পৌরসভা ১৯নং ওয়ার্ডে তাজভিলা সন্নিকটে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই সভার আহ্বায়ক মহেশতলা পৌরসভা উপ পৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা।তবে সভাতে উপস্থিত ছিলেন পৌরপিতা শুভ নাগ চৌধুরী, জনাব সানোয়ার মোল্লা, রাজিয়া খাতুন, সভাপতি বিশ্বজিৎ নাথ, শচিব প্রদীপ নস্কর, বিষ্ঠুপদ সরদার, সুবোধ গায়েন,মহিলা নেত্রী পাপিয়া বৈরাগী, জিৎ নাথ, মুস্তাকিন হাজি সাহেব, মিন্টু শেখ সহ্য আরও অনেকে।