সোমবার রিসিং কস্মস স্পোটিং ক্লাব ও মিল্লাত হুসাইন কমিটি উদ্যোগে ঈদ মিলন উৎসব
সোমবার রিসিং কস্মস স্পোর্টিং ক্লাব ও মিল্লাত হুসাইন কমিটি পরিচালনায় আয়োজিত হল ঈদ মিলন অনুষ্ঠান।১১৫, কলিং স্ট্রিট এ সন্নিকটে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল অতিথিদের আপায়ন খাওয়া দাওয়া। তবে এই দিন এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে মৌথাই বক্সসিনের চ্যাম্পিয়ন তাহেরা পারভেজ কে সুন্দর একটি গিফট তুলে দেন বিধায়ক স্বর্নকোমল সাহা। এছাড়াও ছোট ছোট বাচ্ছাদের হাতে গিফট দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্নকোমল সাহা, পৌরপিতা সন্দীপন সাহা, পৌরমাতা সোহিনী মুখার্জী, অর্পণ সাহা, হান্নান খান, আফতাব আলম, শাহানুর জামান চৌধুরী, নূষধ আলাম, মাহতাব আলম, সাজ্জাদ আলী ওরফে সুরাজ, গুলাম ফরিদ, নজরুল, হাজির খালিদ, হাজির আব্বাস আহমেদ সহ্য আরও অনেক।
Comments