সায়নী ডান্স ওয়ার্ল্ড এ বার্ষিক অনুষ্ঠান হল মোহিত মঞ্চে
সায়নী ডান্স ওয়ার্ল্ড নৃত্য প্রশিক্ষন স্কুলের পরিচালনায় মোহিত মঞ্চ অডিটোরিয়ামে একটি আনুয়াল নৃত্য অনুষ্ঠান আয়োজিত হল। যেখানে ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি ছিল দেখার মতো। সায়নী ডান্স ওয়ার্ল্ড এ কর্ণধার সায়নী ব্যানার্জী জানান আমার এখানে শুধু ছোটরা নয় বড় ছোট প্রত্যেকেই খুবই আনন্দে মধ্যে দিয়ে সবাই ক্লাস করে। তিনি আরও বলেন আমি শুরু করে ছিলাম খুব ছোট কিছু নিয়ে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছি। আগামী দিন যাতে আরও বড় করতে পারি সেই চিন্তা ভাবনাই আমরা করছি।
Comments