প্রয়াত ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষদের খাবার ও অটোয়ালাদের জল বিতরণ

ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে প্রতিবারে মতো এবারেও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থা। এই সংস্থার উদ্যোগে কখনও বিদ্ধাশ্রম, আবার কখনও গরীবদের জন্য খাবার ও বস্ত্র বিতরণ করে থাকে তারা । সমাজের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা যায় এদের কে। ঠিক তেমনি সোমবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে সদস্য চন্দ্রা দাসের প্রয়াত কন্যা ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে এই দিন বেহালা থানার সন্নিকটে অটো স্ট্যান্ডে সমস্ত অটোয়ালাদের জল, ওয়ারেশ, টায়েল দেওয়া হয়। এছাড়াও তার পাশাপাশি দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করেন তারা। সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী ও চন্দ্রা দাস বলেন ঋত্বিকা সব সময় চাইতো সমাজে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে। তাই আজ সে নেই কিন্তু আমরা তার কথা মাথায় রেখে তার জন্মদিন উপলক্ষে এই কাজ আমরা করছি।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা