45 নং ওয়ার্ড নাগরিক বিন্ধ উদ্যোগে আয়োজিত হল রামনবমী জুলুস
নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। রাজা দশরথ ও রানি কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়। তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। বুধবার দেশ জুড়ে পালিত হল এই তিথি উপলক্ষে রাম নবমী উৎসব। ঠিক তেমনি ২২ক্যানিং স্ট্রিট সন্নিকটে ৪৫নং ওয়ার্ড নাগরিক বিন্ধ এ উদ্যোগে আয়োজিত হল রামনবমী উপলক্ষে একটি জুলুস। বহু সাধারণ মানুষ আনন্দে মধ্যে এই জুলুসে সামিল হতে দেখা যায় এই দিন। এখানে উপস্থিত ছিলেন পাওয়ান পাণ্ডে,কুশল পাণ্ডে, কামালজিৎ পান্ডে, প্রিন্স ঝা সহ আরও অনেকে।
Comments