কলকাতা মহানগরীতে এই প্রথমবার মানব স্পেস-ফ্লাইট থিম নিয়ে প্রদর্শনী উৎসব আয়োজিত হল

কলকাতা মহানগরীতে এই প্রথমবার মানব স্পেস-ফ্লাইট থিম নিয়ে ইতিমদ্ধে একটা বিস্তৃত প্রোগ্রাম আয়োজিত হয়েছে! "শান্তি এবং বন্ধুত্বের জন্যে মানব স্পেস-ফ্লাইট (Human Spaceflight for Peace and Friendship)" নামে এই প্রোগ্রাম এ সকল কলকাতাবাসী ও তার পার্শবর্তী এলাকা থেকে সকলকে আমরা আমন্ত্রণ জানাই। এই বছর ভারত ও সারা বিশ্ব জুড়ে আমরা উজাপ্পন করছি, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়, উইং কমান্ডার রাকেশ শর্মার মহাকাশ উড়ানের ৪০-তম বার্ষিকী (০৩.০৪.১৯৮৪) এবং মহাকাশে যাওয়া প্রথম মানব এবং রাশিয়ান ইউরি গাগারিনের মহাকাশ উড়ানের ৬৩-তম বার্ষিকী (১২.০৪.১৯৬০) এই উপলক্ষে গোর্কি সদন, কলকাতা, এবং লাইফ-টু এন্ড বিয়ন্ড ফাউন্ডেশন (LIFE-To & Beyond Foundation) সাধারণ জনতার উদেশ্যে একটি বিশাল প্রদর্শনীর আয়োজন করেছে। কিন্তু সাধারণ জনতার জন্য কি কি থাকছে এই প্রদর্শনীতে? আগে কখনো না দেখা ছবিতে রাকেশ শর্মা এবং ইউরি গাগারিন-এর প্রবীণ এতিহাসিক ব্যক্তিত্বের ছবিসমূহ রাখা হয়েছে এই এক্সহিবিশনে, যা ভারতের আর্যভট্ট স্যাটেলাইট থেকে গগনযান মিশন অবধি সকল ইন্দো-রাশিয়ান মহাকাশ সহযোগিতার সমৃদ্ধ ইতিহাস প্রদর্শন করে।
কিছু দুর্লভ মহাকাশ এন্টিক এবং মডেল-এর সঙ্গে ভারত এবং রাশিয়ার শিশুদের হাতে মহাকাশ এর উপর আঁকা অনেক চিত্রগুলো ও প্রদর্শনীতে রাখা হয়েছে। প্রোগ্রাম-এর তারিখ: ৩ই থেকে ১২ই এপ্রিল ২০২৪ (ছুটির দিন বাদে- শনিবার, রবিবার ও ঈদ এর দিন) স্থান: গোর্কি সদন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত (রাশিয়ান সেন্টারে অফ সাইন্স এন্ড কালচার, কলকাতা) লোকেশন: সার্কাস অ্যাভিনিউ, এলগিন, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০১৭ এর আশেপাশে, আলাহাবাদ ব্যাংকের কাছে সময়: সন্ধ্যায় ৪ টা থেকে ৭ টা পর্যন্ত প্রোগ্রামের সেরা অংশ কী? সম্পূর্ণ বিনামূল্যে যে কেও এই প্রদর্শনী দেখে যেতে পারে। গোর্কি সদন, কলকাতার সহযোগিতায় লাইফ-টু এন্ড বিয়ন্ড ফাউন্ডেশন প্রথম এই ধরণের ফিজিক্যাল আউটরীচ প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রাম লাইফ-টু এন্ড বিয়ন্ড ফাউন্ডেশনের আউটরীচ সারাভাই ইনিশিয়েটিভ (Outreach Sarabhai) এর অন্তর্গত। আউটরীচ সারাভাই ইনিটিয়াটিভের ২02৪-২৫ থিম: গ্লোবাল হিউমান স্পেস-ফ্লাইট।লাইফ-টু এন্ড বিয়ন্ড ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে হলে: www.lifetoandbeyond.orgআসুন সকলে মিলে এই মহাকাশ এর মানবিক দিকটুকু অন্বেষণ করে দেখি!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা