সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষার কেন্দ্র, ফিউচার শুভ উদ্ভোধন হল রবিবার
আঁকড়া কৃষ্ণনগর ভ্রাতৃ সংঘ, ভ্রাতৃ সংঘ রুৱ্যাল লাইব্রেরি ও আঁকড়া উৎসব পরিবারের মিলিত উদ্যোগে সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষন কেন্দ্র শুভ উদ্ভোধন হল রবিবার। কোচিং সেন্টারটি নাম ফিউচার।Ssc, upsc, rail, banking সহ আরও অন্যান্য বিষয় পড়ানো হবে এই কোচিং সেন্টারে। তবে পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে। ছাত্র ছাত্রীরা জানান এই সেন্টার খোলার পর অনেকেই খুবই উপকৃত। গরীব দুঃস্থ ঘরে ছেলে মেয়েরা যারা পয়সার খরচে পড়াশোনা করতে পারে না। তাঁদের জন্যই এই উদ্যোগ এমনটাই জানালেন এখানকার সম্পাদক তাপস চক্রবর্তী। তবে এই দিন ভ্রাতৃ সংঘ রুৱ্যাল লাইব্রেরি ক্লাবের সম্পাদক তাপস চক্রবর্তী হাত দিয়ে শুভ উদ্ভোধন হয় এই সেন্টারে।
Comments