শুরু হল বৈশাখী এক্সিবিশন, ৪১ যতীন দাস রোড নেয়ার সাইবাবা মন্দির দেশপ্রিয় পার্ক কলকাতা ২৯
সামনেই আসছে বাংলীর প্ৰিয় পয়লা বৈশাখ ও মুসলিমদের খুশির ঈদ। আর এই ফেস্টিভ্যাল গুলো কে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়া ভুরিভোজ এবং দেদার জামা কাপড় কেনা কাঁটা। তাই এবার এই গুলো কে মাথায় রেখে শুক্রবার থেকে শুরু হল বৈশাখী এক্সিবিশন।চলবে ৮ তারিখ পর্যন্ত। আর এই এক্সিবিশনটি নাম কোয়েলিস্ট বুটিক।কোয়েলী দত্ত এই এক্সিবিশনে থাকছে বিভিন্ন ধরনের কোয়ালিটি জামা কাপড়, মেয়েদের কাপড় থেকে ছেলেদের বিভিন্ন ডিজাইনে জামা কাপড়। এ বছর যেন এক নতুন চমক নিয়ে এল কোয়েলী বুটিক। ৪১ যতীন দাস রোড নেয়ার সাইবাবা মন্দির দেশপ্ৰিয় পার্ক কলকাতা ২৯। খোলা থাকছে সকাল ১১টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত। ফোন নাম্বার 9830131483
Comments